ইতিমধ্যেই এই নিয়ে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ কমিশনারের দারস্থ হয়েছেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে কারা যুক্ত তাঁদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুনঃ ঐতিহ্যের কুমোরটুলিতে অবহেলার ছাপ! কীভাবে কাটছে শিল্পীদের দিন? জানলে চোখে জল আসবে!
বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদলও। কেন্দ্রের অধীনে থাকা পিএফ দফতর থেকে কীভাবে এমন ঘটনা ঘটল, সেই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। এমনটা হওয়ার কথা নয়। স্বপক্ষে যুক্তি দিলেও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির রিজিওনাল পিএফ কমিশনার পবন বনসল।
advertisement
প্রসঙ্গত, জীবিত শ্রমিক কাগজপত্রে মৃত, তুলে নেওয়া হয়েছে তাঁদের পিএফের টাকা। এমন ঘটনা রাজ্যে কার্যত বেনজির। কীভাবে এমনটা ঘটল, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির রিজিওনাল পিএফ কমিশনার।