স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দক্ষিণ ঝাড় আলতা এলাকার বাসিন্দা কানু দেব রায়ের বাড়ির মনসা ও কৃষ্ণ পুজোয় ২৫০ জন নিমন্ত্রিত ছিলেন। এদের মধ্যে পুজোর প্রসাদ খাওয়ার পর শনিবার সকাল থেকে অনেকেই বমি, মাথা ব্যাথা ও পেটের সমস্যায় ভুগতে থাকেন। এক এক করে প্রায় পঁচিশ জন অসুস্থ হয়ে পড়েন বলে গ্রামবাসীদের দাবি।
advertisement
আরও পড়ুন: ঝড়ের নাম অ্যান্ড্রু সাইমন্ডস! করেছিলেন এমন এক রেকর্ড, অক্ষত ছিল ২০ বছর!
বেশিরভাগ অসুস্থ মানুষজনই বাইরে থেকে ওষুধ কিনে বাড়িতে রয়েছেন। তবে এদের মধ্যে সাত জনের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয় পরিজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে পুজোর প্রসাদ খাওয়ার পর শনিবার সকাল থেকেই শরীর খারাপ অনুভব করেন অনেকে।
আরও পড়ুন: আমরণ অনশনে বসছেন বিমল গুরুং! ফের সংঘাত? অশান্তির সেই দিন ফিরবে পাহাড়ে?
এরপর অনেকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এরপর তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ সাত জনের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
--- রকি চৌধুরী