আরও পড়ুন: এই চারদিন নেই সাইরেনের শব্দ! পুজোর আনন্দে মেতেছেন সুভাষিনী চা বাগানের শ্রমিকরা!
আরও পড়ুন: ভয়াবহ হড়পা বান মাল নদীতে! বিসর্জন চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা! বহু মৃত্যুর আশংকা
উত্তরের নদীতে বানের ঘটনা সাধারণত ঘটে না। প্রশাসনিক স্তর থেকে কোনও আভাস ছিল কি না, সেটাও স্পষ্ট নয়। তবে শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তর বঙ্গের বিভিন্ন অংশে। সেই কারণেই এভাবে নদীতে জল ঢুকে পড়ল কী না, সেটাও ভাবার মতো। যে মর্মান্তিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়ছে, তাতে দেখা যাচ্ছে কার্যত খড়কুটোর মতো ভেসে যাচ্ছেন সাধারণ মানুষ। উৎসবের শেষ বেলায় যা দেখে শিউরে উঠতে হয়।
advertisement
প্রশাসন সূত্রে খবর, মালবাজার শহর এবং চা বাগান সংলগ্ন এলাকা থেকে বহু মানুষ মাল নদীতে ভিড় করেন। একাধিক প্রতিমা নিরঞ্জন হচ্ছিল সেখানে। প্রশাসনের তরফে ক্রমাগত মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে। বাড়ি ফেরার অনুরোধ জানানো হচ্ছে মাইকে। এখনও উদ্ধারকার্য চলছে। এখনও অনেক মানুষ নিখোঁজ। এই মুহূর্তে জল খানিক কমে আসার ফলে উদ্ধারকার্য সহজ হয়েছে।