ঘটনাটি ঘটেছে গত বছর ৪ অক্টোবর জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়। ৯ বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত আজিদার রহমানকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, একবার, দু’বার নয় খাবারের প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে এনে মেয়ের বান্ধবীকে একাধিকবার ধর্ষন করেছে অভিযুক্ত ব্যক্তি। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আজিদারকে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতে চলে মামলা।
advertisement
আরও পড়ুনঃ চা বাগান থেকে ফের লেপার্ডের দেহ উদ্ধার! ১৫ দিনে ৩ বুনোর মৃত্যু! চাঞ্চল্য বক্সায়
৯ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার দোষী সাব্যস্ত এই ব্যক্তিকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের শাস্তি শুনিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়াও অনাদায়ে দুই মাস অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্যাতিতা নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দও জানিয়েছেন।