TRENDING:

Viral: মালদহে প্রকাশ্য রাস্তায় ফেলে, টেনে হিচড়ে যুবককে গণধোলাই... ভাইরাল ভিডিও!

Last Updated:

গণপিটুনি থেকে যুবককে রক্ষা করতে এগিয়ে আসেন কেউ। উল্টে অনেকেই মোবাইল ক্যামেরাবন্দি করেন মারধরের ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: চোর সন্দেহে যুবককে গণধোলাই। জাতীয় সড়কের ওপর ফেলে বেধড়ক মারধর উত্তেজিত জনতার। সোমবার দুপুরে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকার ঘটনা। খবর পেয়ে রথবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এদিন দুপুরে রথবাড়ি মোড় এলাকায় ভ্যান থেকে তেলের টিন চুরি করার চেষ্টা করে ওই যুবক বলে অভিযোগ। সেই সময় হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে স্থানীয় কয়েকজন। এরপর শুরু হয় উত্তম-মধ্যম মারধর।
চোর সন্দেহে যুবককে গণধোলাই
চোর সন্দেহে যুবককে গণধোলাই
advertisement

৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফেলে, টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে, ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। গণধোলাই এর স্বীকার যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: ৯০% মানুষ ডাঁহা ফেল! আপনিও কি 'Curd' আর 'Yogurt'-এর পার্থক্য বোঝেন না? এইভাবে চিনে নিন! বোঝান অন্যকেও

advertisement

আরও পড়ুন: মণ্ডপ প্রতিমায় থিমের ছড়াছড়ি! এই শীতে কী চলছে কালনায়? পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে!

মালদা শহরে বড় বাজার বলে চিহ্নিত নেতাজি পুরবাজার। দুপুর নাগাদ সাইকেল সেখান থেকে ভ্যানে চাপিয়ে বেশকিছু তেলের টিন নিয়ে আসেন এক ভ্যানচালক। কিন্তু পেছন থেকে দড়ি খুলে একটি সরিষার তেল ভর্তি টিন নামিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। কিন্তু ভ্যানচালক বিষয়টি টের পাননি।

advertisement

ব্যস্ততম ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে অজ্ঞাত পরিচয় ওই যুবককে ঘিরে ধরে। জিজ্ঞাসাবাদে কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেনি ওই যুবক। এরপরেই চলে মারধর। অনেকে ভিড় করে মারধর পর্ব দেখেন। অনেকে আবার মারধরের ছবি মোবাইল ক্যামেরা বন্দি করেন। কিন্তু, কেউই ওই যুবককে গণধোলাইযের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মারধরে যুবক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন ওই যুবক কিছুটা সুস্থ হলে জেরা করা হবে। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে। গণপিটুনির ঘটনায় যারা যুক্ত তাদেরও চিহ্নিত করবে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral: মালদহে প্রকাশ্য রাস্তায় ফেলে, টেনে হিচড়ে যুবককে গণধোলাই... ভাইরাল ভিডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল