৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফেলে, টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে, ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। গণধোলাই এর স্বীকার যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: মণ্ডপ প্রতিমায় থিমের ছড়াছড়ি! এই শীতে কী চলছে কালনায়? পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে!
মালদা শহরে বড় বাজার বলে চিহ্নিত নেতাজি পুরবাজার। দুপুর নাগাদ সাইকেল সেখান থেকে ভ্যানে চাপিয়ে বেশকিছু তেলের টিন নিয়ে আসেন এক ভ্যানচালক। কিন্তু পেছন থেকে দড়ি খুলে একটি সরিষার তেল ভর্তি টিন নামিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। কিন্তু ভ্যানচালক বিষয়টি টের পাননি।
ব্যস্ততম ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে অজ্ঞাত পরিচয় ওই যুবককে ঘিরে ধরে। জিজ্ঞাসাবাদে কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেনি ওই যুবক। এরপরেই চলে মারধর। অনেকে ভিড় করে মারধর পর্ব দেখেন। অনেকে আবার মারধরের ছবি মোবাইল ক্যামেরা বন্দি করেন। কিন্তু, কেউই ওই যুবককে গণধোলাইযের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেনি।
মারধরে যুবক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন ওই যুবক কিছুটা সুস্থ হলে জেরা করা হবে। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে। গণপিটুনির ঘটনায় যারা যুক্ত তাদেরও চিহ্নিত করবে পুলিশ।