আজ সকালে বাবার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ি র বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারী এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। সেই হামলাতেই অর্জুন দাস নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়, এরপরেই মৃত্যু হয় তাঁর।
advertisement
ঘটনার খবর পেয়ে মমতা বলেন, "খুব দুঃখ জনক ঘটনা, গ্রীন ট্রাইব্যুনাল হাতির জন্য কোনও ব্যবস্থা নেয়নি। হাতি এত বেড়ে গিয়েছে। আমাদের এখানে কন্ট্রোল করার ক্ষমতা নেই। আমি আজ শিক্ষা দফতরকে বলেছি ফরেস্ট এরিয়া-তে যারা থাকে তাদের জন্য বাস এর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পুলিশকে ব্যবস্থা নিয়ে হবে।
আরও পড়ুন: আজ শুরু মাধ্যমিক, ১৯ দফার বিশেষ গাইডলাইন নবান্নের
একইসঙ্গে পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে তিনি যে প্রশাসনিক স্তরে উদ্যোগ নিয়েছেন সে বিষয়ের পরীক্ষার্থী ও অভিভাবকদের বার্তা দেন মমতা। তিনি বলেন, "কোনও পরীক্ষা যদি কঠিন হয় আমি দেখে নেব। আমি এই ঘটনার পর জলপাইগুড়ির ডিএম ও গৌতম দেবকে নির্দেশ পাঠালাম। একইসঙ্গে পাহাড় বনধ নিয়েও এদিন সরব ছিলেন মমতা। তিনি বলেন, "বনধ রাজনীতি থেকে রাজ্যকে মুক্ত করেছি অনেকদিন আগেই। বনধ কে আমরা সমর্থন করি না।আমার তো নির্দেশ আছে। তা সত্যেও কেউ করে ফেললে পুলিশ ব্যাবস্থা নেবে। রাস্তায় কেউ কেউ বসে পড়বে, কিন্তু তাতে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে এটা তো মেনে নেওয়া যায় না।"
সোমরাজ বন্দ্যোপাধ্যায়