TRENDING:

Mamata Banerjee: পাখির চোখ করে ফেলেছেন, ডিসেম্বরের শুরুতেই চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Last Updated:

Mamata Banerjee: ১০-১১ তারিখ ধূপগুড়ি অথবা বানারহাট এলাকায় সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, বানারহাট: লোকসভা নির্বাচন পাখির চোখ! উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ তারিখ উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর, তৃণমূল সূত্রে এমনই খবর। ১০-১১ তারিখ ধূপগুড়ি অথবা বানারহাট এলাকায় সভা করতে পারেন তিনি।
উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা
উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা
advertisement

তার আগেই জায়গা চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। কোথায় আসবেন তিনি, কোথায় তৈরি হবে হেলিপ্যাড, কোন এলাকা দিয়ে তিনি যাবেন বানারহাটের বিভিন্ন জায়গা, ঘুরে দেখছেন জেলা প্রশাসনের কর্তারা। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ একাধিক আধিকারিক।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয় জেলে, জেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়! আরও বাড়ল জল্পনা

advertisement

সূত্রের খবর, আজই কলকাতায় মন্ত্রী মন্ডলীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উত্তরবঙ্গের মন্ত্রী বুলুচিক বড়াইক নিজেও উপস্থিত ছিলেন। সেখানে চা-বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী যেদিন আসবেন, সেদিন এই সমস্যা গুলো তুলে ধরা হবে আসার আগে।

আরও পড়ুন: ‘শুভেন্দুকে বের করেছেন…’ বিরোধী দলনেতাকে সামনে রেখে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

যার মধ্যে অন্যতম সমস্যা পাট্টার সমস্যা, শ্রমিকদের বেতন সমস্যা, পিএফ সমস্যা সহ বিভিন্ন সমস্যা। এই সমস্ত সমস্যার কথা গুলো তুলে ধরতে পারেন বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন বাগানের চা-শ্রমিকরা এখনও পর্যন্ত বকেয়া বেতন পাননি অভিযোগ রয়েছে। এমনকি ক্রেশ হাউজও তৈরি হয়নি বলেই খবর।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: পাখির চোখ করে ফেলেছেন, ডিসেম্বরের শুরুতেই চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল