TRENDING:

নজরে আজ জলপাইগুড়ির মালবাজারের প্রশাসনিক বৈঠক, গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী

Last Updated:

জলপাইগুড়ির মালবাজারে প্রশাসনিক বৈঠক করে আজ বিকেলেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি: সোমবার থেকে চারদিনের উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল, সোমবার উত্তরবঙ্গ সফরের শুরুতেই জলপাইগুড়ির মালবাজারে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে আসা আচমকা বানে মৃত্যু হয়েছিল ৮ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। আটজনের বাড়িতে গিয়ে রাজ্য সরকার যে পরিবারগুলোর পাশে রয়েছে সেই বার্তাও সোমবার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরে আজ জলপাইগুড়ির মালবাজারের প্রশাসনিক বৈঠক, গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী
নজরে আজ জলপাইগুড়ির মালবাজারের প্রশাসনিক বৈঠক, গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী
advertisement

মঙ্গলবার অর্থাৎ আজ জেলায় প্রশাসনিক বৈঠক করারও কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মালবাজার আদর্শ বিদ্যালয় স্কুলে প্রশাসনিক বৈঠক করবেন এবং মালবাজারে হড়পা বানের নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিনের প্রশাসনিক বৈঠকে পাঁচটি দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন খোদ মুখ্য সচিব। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দশমীর দিন মালবাজারের মাল নদীতে হড়পা বানে সাহসিকতার সঙ্গে যারা উদ্ধার কার্য করেছিলেন তাদের পুরস্কৃত এ দিন প্রশাসনিক বৈঠক থেকেই করবেন মুখ্যমন্ত্রী। সোমবার তা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন- মমতার উত্তরবঙ্গ সফরে বক্তব্যের জবাব দিতে এবার উত্তরবঙ্গ সফর ঘোষণা শুভেন্দুর

মালবাজারের এই দুর্ঘটনার পরে মৃতদের পরিবারকে দু’লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে টাকা ক্ষতিপূরণ দিয়েছিল রাজ্য। কেন্দ্রের তরফেও ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছিল। নবান্ন সূত্রে খবর, ওই দিন বানের মধ্যেই যারা সাহসিকতার পরিচয় দিয়ে উদ্ধার করেছিলেন স্থানীয় বাসিন্দাদের তাদের পুরস্কৃত করা হবে। যদিও গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে বিস্তৃত বিবৃতি দেওয়া হয়েছে।

advertisement

নবান্ন বিবৃতি দিয়ে জানানো হয়েছিল ওই দিন উত্তরবঙ্গে কোনও অস্বাভাবিক বৃষ্টি হয়নি। সম্ভবত রাজ্যের বাইরে মাল নদীর ক্যাচমেন্ট এলাকায় বৃষ্টি হয়েছিল। মেঘ ফাটার কারণে এই জলোচ্ছ্বাস হয়েছিল কিনা তাও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।ফলে এই জলোচ্ছ্বাসের কোনও আগাম খবর পাওয়া সম্ভব ছিল না। বিবৃতিতে আরও জানানো হয়েছিল দুর্ভাগ্যবশত কোনও বিশেষ অভিসন্ধি নিয়ে কিছু শ্রেণীর মানুষ একটি সম্পূর্ণ প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তা নিন্দনীয়।

advertisement

আরও পড়ুন- সরকারি টাকায় তৃণমূল বিধায়কের রিসর্ট সংস্কার মমতার উত্তরবঙ্গ সফরের আগে কেন? প্রশ্ন শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর মালবাজার দিয়ে শুরু হওয়ায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ। মুখ্যমন্ত্রী সফরসূচি অনুযায়ী ওই বৈঠকের পর ওই দিনই হেলিকপ্টারে করে মালবাজার থেকে রওনা দিবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ির দেবগ্রাম হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছে উত্তরকন্যার কন্যাশ্রী গেস্ট হাউসেই ১৮ তারিখ রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। ১৯ তারিখ কাওয়াখালী মাঠে বিজয়া সম্মেলনে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই বিজয়া সম্মেলনীতে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই সম্মেলনে  উত্তরবঙ্গের শিল্প মহলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। ২০ তারিখ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নজরে আজ জলপাইগুড়ির মালবাজারের প্রশাসনিক বৈঠক, গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল