মমতা বলেন, ‘শিক্ষকের পরীক্ষা হচ্ছে। গ্রুপ সি নোটিফিকেশন হয়েছে। ৩৫ হাজার নোটিফিকেশন করেছি। আরও ২১ হাজার রেডি আছে। আমরা আইনের ভাষায় বলতে পারি, সঙ্গে আছি। আমরা যখনই নিয়োগ করি তখনই কোর্টে চলে যাচ্ছ। কেন কোর্টে যাচ্ছ? ভোটে যাও। বাংলা হার মানে না।’
advertisement
মমতার দাবি, ‘বাংলাকে যত হিংসা করবে বাংলা ততো এগোবে। পিছনোর চেষ্টা করলে হবে না। ভোট এলে বলবে টাকা দেবে। caa nrc করে টাকা দেবে এটা হবে না। আমিও বাংলায় ভাল থাকি, আপনিও একজন সাধারণ মানুষ। একজন অন্যায় করলে তাকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলবে এটা কিসের রাজনীতি? আমি এই রাজনীতি চাই না।’
মমতা আরও বলেন, ‘কীসের জন্য এত আমাকে বদনাম নিতে হবে? আমি এই জায়গায় আছি বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলে লজ্জায় চলে যেত। আমি না থাকলে লুঠেরারা লুঠ করবে। আপনারা কি চান বাংলা গুজরাত হয়ে যাক? যতদিন আছি জয় বাংলা বলব।’
সোমরাজ বন্দ্যোপাধ্যায়