TRENDING:

Mamata Banerjee: 'যখনই নিয়োগ করি, তখনই কেন কোর্টে চলে যাচ্ছ? ভোটে যাও', জলপাইগুড়িতে বিজেপিকে 'ওপেন চ্যালেঞ্জ' মমতার!

Last Updated:

Mamata Banerjee: ফের জলপাইগুড়ির সভা থেকে বুধবার চাকরিহারা শিক্ষকদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ফের জলপাইগুড়ির সভা থেকে বুধবার চাকরিহারা শিক্ষকদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, চাকরি দিতে রাজ্য তৈরি, তবে বাধা দিচ্ছে বিরোধী বিজেপি।
তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী (File Photo)
তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী (File Photo)
advertisement

মমতা বলেন, ‘শিক্ষকের পরীক্ষা হচ্ছে। গ্রুপ সি নোটিফিকেশন হয়েছে। ৩৫ হাজার নোটিফিকেশন করেছি। আরও ২১ হাজার রেডি আছে। আমরা আইনের ভাষায় বলতে পারি, সঙ্গে আছি। আমরা যখনই নিয়োগ করি তখনই কোর্টে চলে যাচ্ছ। কেন কোর্টে যাচ্ছ? ভোটে যাও। বাংলা হার মানে না।’

আরও পড়ুন: চোখের চিকিৎসা করাতে গিয়ে চোখের সামনেই এ কী ভয়ঙ্কর দৃশ্য! নেপালে গিয়ে ফরাক্কার বাসিন্দা যা দেখলেন, অবিশ্বাস্য!

advertisement

মমতার দাবি, ‘বাংলাকে যত হিংসা করবে বাংলা ততো এগোবে। পিছনোর চেষ্টা করলে হবে না। ভোট এলে বলবে টাকা দেবে। caa nrc করে টাকা দেবে এটা হবে না। আমিও বাংলায় ভাল থাকি, আপনিও একজন সাধারণ মানুষ। একজন অন্যায় করলে তাকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলবে এটা কিসের রাজনীতি? আমি এই রাজনীতি চাই না।’

advertisement

আরও পড়ুন: পরীক্ষা আর দেওয়া হল না! বাইকে চড়ে উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার পথেই পিষ্ট দুই ছাত্র, মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য

মমতা আরও বলেন, ‘কীসের জন্য এত আমাকে বদনাম নিতে হবে? আমি এই জায়গায় আছি বলে, আমার জায়গায় অন্য কেউ থাকলে লজ্জায় চলে যেত। আমি না থাকলে লুঠেরারা লুঠ করবে। আপনারা কি চান বাংলা গুজরাত হয়ে যাক? যতদিন আছি জয় বাংলা বলব।’

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: 'যখনই নিয়োগ করি, তখনই কেন কোর্টে চলে যাচ্ছ? ভোটে যাও', জলপাইগুড়িতে বিজেপিকে 'ওপেন চ্যালেঞ্জ' মমতার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল