মমতা এ দিন আরও বলেন, ‘‘আর অন্য সব রাজ্যে তো পেনশন বন্ধ করে দিয়েছে৷ আমরা একমাত্র পেনশন দিয়ে থাকি৷ কোথাও, কোনও পেনশন বন্ধ হয়নি৷’’ ডিএ নিয়ে সরকারি কর্মীদের একাংশের ক্ষোভের অন্ত নেই৷ মঙ্গলবার দ্বিতীয় দিন তাঁদের কর্মবিরতি কর্মসূচি চলছে৷ সেই বিক্ষোভ নিয়ে কিছু না বললেও মমতা বুঝিয়ে দিলেন, সরকার নিজের অবস্থানে অনড় রয়েছেই৷
advertisement
আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান! প্রকাশ্যেই তা স্বীকার করে নিলেন খোদ মন্ত্রী, এবার কী হবে?
এ দিনের সভা থেকে মমতা তোলেন বঙ্গভঙ্গ প্রসঙ্গও৷ তিনি জোরের সঙ্গেই বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলে দিচ্ছি৷ কোনও বঙ্গভঙ্গ হবে না৷ আমি অশান্তি করতে দেব না৷ এটা আমার চ্যালেঞ্জ৷’’ সম্প্রতি উত্তরবঙ্গে বনধ শুরু করার ডাক দেওয়া হয়েছে৷ সেই প্রেক্ষিতেও মমতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘রাজ্য থেকে বনধের রাজনীতিকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এখনও কেউ কেউ ইচ্ছা করে বছরে একটা করে বনধ করতে চায়৷ আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, কোনওরকম বনধে্র কর্মসূচিকে সরকার বরদাস্ত করবে না৷’’
এ দিনের সভা থেকে মমতা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষার পড়ুায়েদর শুভেচ্ছা জানান মমতা৷ পাশাপাশি, তাঁরা যাতে নির্বিঘ্নে, সহজে পরীক্ষা দিতে যেতে পারেন, সেই বিষয়টিও প্রশাসনকে নিশ্চিত করতে বলেন৷ উত্তরবঙ্গের এই সভা থেকে একাধিক সরকারি কাজ সেরে মুখ্যমন্ত্রীর পরবর্তীকালে মেঘালয়ে একটি সভা করার কথা রয়েছে৷ নির্বাচমমুখী সেই রাজ্যে মমতা কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে দেশ৷