TRENDING:

Mamata Banerjee: কেউ চা শ্রমিক, কেউ আবার গাড়ি চালান! মালবাজারের মানিক, দীপকদের স্বীকৃতি মমতার

Last Updated:

দুর্গা পুজোর বিসর্জন চলাকালীন জলপাইগুড়ির মাল নদীতে ভেসে গিয়ে আট জনের মৃত্যু হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানের সময় উদ্ধারকাজে নেমে বহু মানুষের প্রাণ বাঁচানোর স্বীকৃতি হিসেবে সাতজনকে এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি উদ্ধারকারী প্রত্যেককে সিভিক পুলিশের চাকরি দেওয়ার প্রস্তাবও দেন তিনি৷ এ ছাড়াও দুর্ঘটনায় নিহতদের পরিবারের একজন সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি৷
মালবাজারের এক উদ্ধারকারীর হাতে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মালবাজারের এক উদ্ধারকারীর হাতে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

দুর্গা পুজোর বিসর্জন চলাকালীন জলপাইগুড়ির মাল নদীতে ভেসে গিয়ে আট জনের মৃত্যু হয়৷ ওই বিপর্যয়ের মুহূর্তে স্থানীয় সাত জন যুবক উদ্ধার কাজে নেমে বহু মানুষের প্রাণ রক্ষা করেন৷

আরও পড়ুন: কীভাবে রক্ষা পেয়েছিলেন তারা, সেদিনের ঘটনা শোনালেন মুখ্যমন্ত্রীকে

এ দিন জলপাইগুড়ির প্রশাসনিক সভায় সেই সাতজনের হাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী৷ মহম্মদ মানিক, দীপক ভোদকা, মনোজ মুন্ডা, দারা সিং, সৌমেন চৌধুরী, বিশ্বজিৎ বিশ্বাস, আমিরা মাহাতো- এই সাত জনকে মঞ্চে ডেকে নেন মমতা৷ কীভাবে তাঁরা সাঁতার কেটে প্রবল স্রোতের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে উদ্ধার করলেন, উদ্ধারকারীদের কাছ থেকে তা জানতে চান মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, সরকারি কোনও সাহায্য তাঁদের প্রয়োজন কি না, তা জানতে চান মমতা৷

advertisement

আরও পড়ুন: বিপর্যয়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন মমতা, অভিভাবক স্নেহে শিশুকে নিলেন কোলে

উদ্ধারকারীদের মধ্যে কেউ চা বাগানে কাজ করেন, কেউ আবার গাড়ি চালান৷ তাঁদেরকে সিভিক পুলিশ হিসেবে নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ এ ছাড়াও উদ্ধারকারী প্রত্যেককে এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও উদ্ধারকারীদের মধ্যে কয়েকজন জানিয়ে দেন, তাঁরা বর্তমান পেশাতেই থাকতে চান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

উদ্ধারকারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারের একজন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেককেই গ্রুপ সি এবং কনস্টেবল পদে চাকরির সুযোগ দেওয়া হবে৷ প্রত্যেককেই মাল ব্লকের ভিতরেই চাকরি দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: কেউ চা শ্রমিক, কেউ আবার গাড়ি চালান! মালবাজারের মানিক, দীপকদের স্বীকৃতি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল