TRENDING:

Mamata Banerjee on TATA: 'টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম!' সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: তিনি নন, টাটাকে রাজ্য ছাড়া করেছে সিপিএম৷ এ দিন শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ জোর করে জমি দখল করতে গিয়েই শেষ পর্যন্ত সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা প্রকল্প ভেস্তে গিয়েছে৷
সিঙ্গুরে টাটা প্রকল্প ভেস্তে যাওয়া নিয়ে সিপিএমকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সিঙ্গুরে টাটা প্রকল্প ভেস্তে যাওয়া নিয়ে সিপিএমকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিন শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি বলেন, 'কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে৷ আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, আর টাটা এখন চাকরি দিচ্ছে৷ আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে৷ আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন৷ আমরা জমি ফেরত দিয়েছি৷ জায়গার তো অভাব নেই৷ জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, কোথাও তো জোর করে জমি নিইনি৷ এই কাওয়াখালিতে এত সমস্যা ছিল, আমরা মিটিয়ে দিয়েছি৷

advertisement

আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন? সুকান্তকে বেনজির আক্রমণ শানিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ

এর পরেই শিল্পপতিদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে যাঁরা ব্যবসায়ী আছেন, আমরা কারও সঙ্গে বৈষম্য করতে চাই না৷ আমি চাই সবাই বাংলায় বিনিয়োগ করে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করুক৷ আমরা কারও চাকরি বন্ধ করব না, কারও চকরি খাবো না৷ এমন বিজনেস করে দেব, চাকরি চাইতে হবে না, ডেকে নিয়ে যাবে৷ বাংলার ছেলেরা এত মেধাবী৷'

advertisement

আরও পড়ুন: 'কোনও ভাগাভাগি নয়, উত্তর-দক্ষিণ মিলিয়েই বাংলা!' শিলিগুড়িতে বড় বার্তা মমতার

সিঙ্গুরে টাটার ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণ করে তৎকালীন বামফ্রন্ট সরকার৷ ২০০৬ সালে জমি ঘেরার কাজ শুরু হওয়ার সময় থেকেই অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটানা ২৬ দিন অনশনও করেন মমতা৷ দীর্ঘ টানাপোড়েনের পর ২০০৮ সালের ৭ অক্টোবর সিঙ্গুর প্রকল্প বাতিল করার কথা জানিয়ে দেন টাটা গোষ্ঠীর তৎকালীন চেয়ারম্যান রতন টাটা৷ পশ্চিমবঙ্গ থেকে টাটাদের ন্যানো কারখানার প্রকল্প সরিয়ে যায় গুজরাতের সানন্দে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টাটাদের রাজ্য ছাড়া করে বাংলার শিল্প ভবিষ্যৎ নষ্ট করার জন্য এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করে আসত সিপিএম সহ বিরোধী দলগুলি৷ এ দিন উল্টে মমতাই সিপিএমকে টাটাদের বিদায়ের জন্য দায়ী করলেন৷ যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খারিজ করে বিরোধী নেতাদের দাবি, তৃণমূলনেত্রীর আন্দোলনের জেরেই টাটাদের গাড়ি কারাখানা বাংলা থেকে গুজরাতে সরে গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on TATA: 'টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম!' সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল