এ দিন পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দার্জিলিংয়ে প্রচুর পর্যটক আসছে। কারণ দার্জিলিং হাসছে। অর্থনীতির উন্নয়ন হয়েছে। এবার আমরা জিটিএ ভোট করিয়ে নেব। আমরা চাই নির্বাচিত পুর প্রতিনিধিরা ভালো কাজ করুক। আমি চাইনা কেউ কাঁদুক। আমি চাই সবাইকে হাসতে দেখতে।'
আরও পড়ুন: কোন পথে বিজেপি-র বিরুদ্ধে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে পড়ল শোরগোল
advertisement
একই সঙ্গে ভোট এলেই দার্জিলিংবাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি-র নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'খন ভোট আসে তখন সব আসে। তারপর আর কেউ খোঁজ নেয়না। দিল্লির লাড্ডু চাইনা। দার্জিলিং, কার্শিয়ং, মিরিকের লাড্ডু চাই। আপনাদের সব আছে। আপনাদের তাই আর দিল্লির লাড্ডুর দরকার নেই।'
আরও পড়ুন: দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে নিরাপদ মহিলারা, উইনার্স বাহিনীর প্রশংসায় মমতা
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, উত্তর- পূর্বের অন্যান্য রাজ্যগুলির মতো দার্জিলিংকেও যাতে অনুদান দেওয়া হয়, বার বার কেন্দ্রীয় সরকারের কাছে সেই দাবি করা হলেও মানা হয়নি৷ এমন কি, দার্জিলিং, কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালুরও অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মমতার৷
পাশাপাশি পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়েও এ দিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, 'বাংলার বদনাম করতে চায় সারাক্ষণ। এক মাসও হয়নি উত্তর প্রদেশে ভোটে জিতেছে আর পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়িয়ে চলেছে। মানুষ কি খাবে দিল্লির লাড্ডু?'