উত্তরকন্যায় বুধবার মোট ৮টি জেলার পুলিশকর্তা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘তিনটে জেলা এখানে আছে। পাঁচটি জেলা ভার্চুয়াল আছে। আজকের মিটিংটা সাইক্লোন প্রোন এরিয়া, ঝড়, বৃষ্টি, চিকেনস নেক এই সব বিবেচনা করে আজকের আলোচনা।’’
advertisement
এদিন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয় নিয়ন্ত্রণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন মমতা৷ বলেন, ‘‘কোনও অশান্তিতে সব থেকে ভোগে সাধারণ মানুষ। প্রশাসনিক দায়িত্ব সব কিছু ভালভাবে করার জন্য কাঁধে কাঁধ রেখে সমন্বয় রেখে চলতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যাপারে সচেতন রাখুন। যাতে কোনও উত্তেজনার পরিবেশ তৈরি করতে না পারে।’’
সচেতন করে দিয়ে মমতা বলেন, ‘‘চার-পাঁচটা দেশের বর্ডার আছে। আপনাদের জায়গাগুলো খুব সেনসিটিভ। আপনাদের কাজটা মন দিয়ে করতে হবে।’’
আরও পড়ুন: করোনায় এবার মৃত্যু, স্থান সেই মুম্বই! তবে কি আবার লকডাউন? ফের থাবা বসাচ্ছে করোনা
পুলিশকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আগে পুলিশরা তিন চারবার ঘুরত, এখন ঘোরেই না। বর্ডার এরিয়া খুব সেনসিটিভ। অনেক রকম পরিকল্পনা চলছে। বিএসএফ দায়িত্বে আছে বলে আইসি-রা চোখ বন্ধ করে থাকতে পারে না। পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন।’’
এদিন নকল টাকার কারবার নিয়ন্ত্রণ নিয়েও মন্তব করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ পাশাপাশি, সাইক্লোনের মতো পরিস্থিতিতে উত্তরবঙ্গ কী ভাবে সামাল দেবে তা নিয়েও বুধবার আলোচনা হয় প্রশাসনিক বৈঠকে৷