TRENDING:

Mamata Banerjee: ‘জঙ্গি যেন না ঢোকে,’ অন্য দেশের সঙ্গে বর্ডার..উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ মমতার

Last Updated:

সচেতন করে দিয়ে মমতা বলেন, ‘‘চার-পাঁচটা দেশের বর্ডার আছে। আপনাদের জায়গাগুলো খুব সেনসিটিভ। আপনাদের কাজটা মন দিয়ে করতে হবে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: ভারত-পাকিস্তানের সংঘাত পরবর্তী পরিস্থিতিতে পুলিশকর্তাদের উত্তরবঙ্গের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্পষ্ট নির্দেশ, ‘‘আমি পুলিশকে বলব কোনও জঙ্গি যেন না ঢোকে।’’ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অথোরাইজেশন ছাড়া কাউকে কোনও তথ্য দেওয়া যাবে না। মমতা বলেন, ‘‘এইরকম অনেকে ধরা পড়ছে। ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদ থেকে ধরা পরছে। চোখ, কান খোলা রেখে কাজ করতে হবে।’’
News18
News18
advertisement

উত্তরকন্যায় বুধবার মোট ৮টি জেলার পুলিশকর্তা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘তিনটে জেলা এখানে আছে। পাঁচটি জেলা ভার্চুয়াল আছে। আজকের মিটিংটা সাইক্লোন প্রোন এরিয়া, ঝড়, বৃষ্টি, চিকেনস নেক এই সব বিবেচনা করে আজকের আলোচনা।’’

আরও পড়ুন: প্রাক বর্ষার বৃষ্টিতে তছনছ মুম্বই! বাংলাদেশের উপরেও সাইক্লোনিক সার্কুলেশন, বঙ্গে কোথায় কোথায় বৃষ্টি জানাল IMD

advertisement

এদিন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয় নিয়ন্ত্রণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন মমতা৷ বলেন, ‘‘কোনও অশান্তিতে সব থেকে ভোগে সাধারণ মানুষ। প্রশাসনিক দায়িত্ব সব কিছু ভালভাবে করার জন্য কাঁধে কাঁধ রেখে সমন্বয় রেখে চলতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যাপারে সচেতন রাখুন। যাতে কোনও উত্তেজনার পরিবেশ তৈরি করতে না পারে।’’

advertisement

সচেতন করে দিয়ে মমতা বলেন, ‘‘চার-পাঁচটা দেশের বর্ডার আছে। আপনাদের জায়গাগুলো খুব সেনসিটিভ। আপনাদের কাজটা মন দিয়ে করতে হবে।’’

আরও পড়ুন: করোনায় এবার মৃত্যু, স্থান সেই মুম্বই! তবে কি আবার লকডাউন? ফের থাবা বসাচ্ছে করোনা

পুলিশকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আগে পুলিশরা তিন চারবার ঘুরত, এখন ঘোরেই না। বর্ডার এরিয়া খুব সেনসিটিভ। অনেক রকম পরিকল্পনা চলছে। বিএসএফ দায়িত্বে আছে বলে আইসি-রা চোখ বন্ধ করে থাকতে পারে না। পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন নকল টাকার কারবার নিয়ন্ত্রণ নিয়েও মন্তব করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ পাশাপাশি, সাইক্লোনের মতো পরিস্থিতিতে উত্তরবঙ্গ কী ভাবে সামাল দেবে তা নিয়েও বুধবার আলোচনা হয় প্রশাসনিক বৈঠকে৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ‘জঙ্গি যেন না ঢোকে,’ অন্য দেশের সঙ্গে বর্ডার..উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল