এ দিন মালদহ এবং মুর্শিদাবাদের সভা থেকেও বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া ভেস্তে যাওয়ার জন্য সরাসরি সিপিএমকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী এ দিন বলেন, সিপিএম বিজেপির সবথেকে বড় দালাল৷ দেখেননি ৩৪ বছর? আমার সঙ্গে কংগ্রেসের ভাল বোঝাপড়া ছিল৷ কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া যদি কেউ খারাপ করে থাকে তাহলে তার নাম সিপিএম৷
advertisement
আরও পড়ুন: অধীরের বহরমপুর নয়, কংগ্রেসকে এই দুই আসন ছাড়তে চেয়েছিল তৃণমূল! জানালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, গান্ধিদের সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল৷ রাজনৈতিক নয়, ওদের পরিবারের সঙ্গে আমার ভাল সম্পর্ক৷ আমি তো দুটো আসন মালদহে কংগ্রেসকে দিতেও চেয়েছিলাম৷ আমি প্রস্তাব দিলাম প্রথমে৷ তোমাদের একটাও এমএলএ নেই, তবু মালদহের দুটো সিট আমি ছেড়ে দিচ্ছি৷ জিতিয়ে দেবো৷ বলল না হবে না৷ আমি সঙ্গে সঙ্গে বললাম, ছেড়ে দেও নমস্কার৷ কটা আসন ছাড়ব, বিয়াল্লিশটাই? তার পরে সবকটায় বিজেপি জিতুক৷
সিপিএমকে নিশানা করে মমতা আরও বলেন, ‘সিপিএম বিজেপির সবথেকে বড় দালাল৷ আমি সিপিএমের ওরা আমার মাথায় মেরেছে, পায়ে মেরেছে, চোখে মেরেছে৷ ওদের কোনও কথা আমি শুনব না৷ আমার বিজেপিকে হারানোর হিম্মত আছে, আমি একাই লড়ব৷ ভারতবর্ষে কোনও দল যদি বিজেপিকে হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস৷’
মমতা বন্দ্যোপাধ্যায় বার বার একলা চলার বার্তা দিলেও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কিন্তু এখনও তাঁর প্রতি নমনীয় বার্তাই দিচ্ছে৷ এ দিনও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘মমতাজি এবং আমাদের উদ্দেশ্য এক,তা হল বিজেপিকে পরাজিত করা৷ ফলে রাস্তা আলাদা হলেও আমাদের গন্তব্য এক৷’
তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘আমরা তো জানতাম আরএসএস-এর নির্দেশে উনি বিরোধী প্ল্যাটফর্ম ভাঙতে এসেছেন৷ সেই কাজ উনি করতে পারলে থাকবেন, নাহলে বেরিয়ে যাবেন৷’