এ দিন দার্জিলিংয়ে প্রথমবার সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দার্জিলিং চায়ের বিশ্বজোড়া সুনাম৷ কিন্তু ইদানিং দার্জিলিং চায়ের নামে নিম্ন মানের চা পাতা বিক্রি হচ্ছে৷ ফলে রাজ্যের বদনাম হচ্ছে৷
আরও পড়ুন: ভোট প্রচারে গিয়ে মিঠুনের মানিব্যাগ চুরি! ফেরাতে অনুরোধ বিজেপি নেতাদের, সাড়া দিল না পকেটমার?
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘দার্জিলিংয়ের চা সেরা। আমি যখন প্রথমবার ইউএসএ, ইউকে যাই তখন দেখেছি বিদেশের চা লাউঞ্জে দার্জিলিংয়ের চা দেওয়া হচ্ছে। কেউ কেউ এখন খারাপ চা দার্জিলিং চা বলে বিক্রি করে। এতে আমাদের চায়ের সুনাম নষ্ট হচ্ছে। এটা আটকাতে একটা সিস্টেম আনা হচ্ছে।’
এ দিন ফের একবার মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন৷ নাম না করে বিজেপিকেও আক্রমণ করেছেন তিনি৷ পাহাড়ে নতুন করে কোনও অশান্তি যে রাজ্য সরকার বরদাস্ত করবে না, তা বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ে কেউ কেউ পাঁচ বছর অন্তর অন্তর অশান্তি করে। আমরা শান্তি চাই। সেই শান্তি বজায় থাকবে।’
লামাহাটাকে মডেল করে পাহাড়ে আরও বেশি করে হোম স্টে করার পক্ষেও সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷