আসাদউদ্দিন ওয়াইসির ধর্মীয় ভেদাভেদের রাজনীতির জন্যই মিম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেন দলত্যাগী নেতা সাবির আহমেদ। রাজ্যে বিজেপির উত্থান ঠেকাতে সংখ্যালঘু ভোট বিভাজিত না করার আর্জি জানান তৃণমূলে যোগ দেওয়া নেতা। বিধানসভা ভোটে এবার মালদহে ফোকাস মিমের। ইতিমধ্যেই জেলায় বড় সমাবেশ করেছে মিম নেতৃত্ব। জেলায় একাধিক আসনে প্রার্থী দেওয়ার কথাও জানিয়েছে মিম। ফলে অবিজেপি দলগুলির কাছে এবার মালদহের মত জেলায় মিমকে নিয়ে চিন্তা বাড়ছিল। এদিন মিম নেতার দলে যোগদানকে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। সাবির আহমেদের অনুগামী নেতাদেরও তৃণমূলের ব্লক কমিটিতে জায়গা দেওয়ার কথা জানিয়েছে জেলা নেতৃত্ব।
advertisement
আরও পড়ুন'মমতাদি বাংলার মা', নেত্রীর সামনে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ মন্ত্রী স্বপন দেবনাথ
যদিও নেতার দল পরিবর্তনকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মিমের মালদহ জেলা আহ্বায়ক মতিউর রহমান। তিনি পাল্টা বলেন, সাবির আগে মিমের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তাঁর সম্পর্কে নানান অভিযোগ আসছিল। তাই , সম্প্রতি সংগঠনের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। ওদের সঙ্গে লোক নেই ।তাই সাবিরের দলত্যাগের ফলে সংগঠনে কোনও প্রভাব পড়বে না বলেও পাল্টা দাবি করেছেন মতিউর রহমান।