'মমতাদি বাংলার মা', নেত্রীর সামনে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ মন্ত্রী স্বপন দেবনাথ
- Published by:Pooja Basu
Last Updated:
মন্ত্রী বলেন, একজন গর্ভবতী মা যেমন সন্তান প্রসবের পর চান আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে, মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই চেয়েছেন।
#বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা হিসেবে উল্লেখ করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা সফরে এসে কালনার বৈদ্যপুর স্কুল মাঠে জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা হিসেবে উল্লেখ করেন স্বপন দেবনাথ। এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু, তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এই মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর।
বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা। তিনি লকডাউনে রাজ্যের বাসিন্দাদের বিনা পয়সায় খাইয়েছেন। এখনও খাইয়ে চলেছেন। তিনি রাজ্যের দশ কোটি মানুষের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই তিনি বাংলার মা।
স্বপন দেবনাথ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা বলছি কারণ তিনি বাংলার সব ছেলেমেয়ের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন৷ মন্ত্রী বলেন, একজন গর্ভবতী মা যেমন সন্তান প্রসবের পর চান আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে, মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই চেয়েছেন। ছেলেমেয়েরা লেখাপড়া করে বড় হয়ে ওঠে চান বাবা মায়েরা। সেই কাজ করেছেন মমতাদি। ছেলে মেয়ের যাতে স্বাস্থ্য ভালো থাকে তা চান বাবা-মায়েরা। সেই কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি বাংলার মা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর স্বপন দেবনাথকে থামিয়ে বক্তব্য শুরু করেন। এদিনের সভায় রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নয়া কৃষি আইনের তীব্র বিরোধীতা করেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2021 8:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মমতাদি বাংলার মা', নেত্রীর সামনে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ মন্ত্রী স্বপন দেবনাথ