TRENDING:

District News: পাল্টে যাচ্ছে মালদহ শহর! জলবন্দি দশা কাটাতে আমূল পাল্টে দেওয়া হচ্ছে এই ব্যাবস্থা

Last Updated:

District News: এ দিন প্রকল্প এলাকা পরিদর্শনের সময় ইংরেজবাজারের ঘোড়াপীর এলাকায় অপরিকল্পিতভাবে কোথাও নর্দমার ধারে , কোথাও সরকারি জমি জবরদখল করে একাধিক বাড়ি তৈরি হওয়ার বিষয়টি নজরে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন পুরপ্রধান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: বর্ষার আগেই মালদহ শহরে বিস্তীর্ণ এলাকায় জলবন্দি দশা কাটাতে উদ্যোগ ইংরেজবাজার পুরসভার। পুরসভার অন্তত ছটি ওয়ার্ডকে সংযুক্ত করে নতুন নিকাশি পরিকল্পনা নিচ্ছে পুরসভা । এ জন্য খরচ হবে কয়েক কোটি টাকা। নতুন পরিকল্পনা তৈরির আগে মঙ্গলবার পুরসভার ইঞ্জিনিয়রদের সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেন ইংরেজবাজারের পুরচেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুরপ্রধান জানান, নতুন পরিকল্পনার অংশ হিসেবে ইংরেজবাজারের ২৩ , ২৪ , ২৫ , ২৮ , ২৯ , এবং তিন নম্বর ওয়ার্ডকে ঘিরে একটি  "মাস্টার ড্রেন" বা মূল নিকাশি নালা তৈরি করা হবে। প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি জায়গায় তৈরি করা হবে পুকুরের ধাঁচে গভীর খাল। নালার মাধ্যমে নর্দমার জল এই সব গভীর পুকুরে জমা হওয়ার পর সেখান থেকে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে ওই জল শহরের বাইরে পাঠানোর ব্যবস্থা হবে। এতে বিশেষ করে বর্ষার মরশুমে শহরের জলবন্দি অবস্থা অনেকটাই মেটানো যাবে। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে বলে এদিন আশ্বাস দেন ইংরেজবাজারের নতুন পুরপ্রধান।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আরও পড়ুন : আরও বাড়বে বাস ভাড়া? আর্জি নিয়ে চিঠি বাস-মিনিবাস সমন্বয় সমিতির

এদিন প্রকল্প এলাকা পরিদর্শনের সময় ইংরেজবাজারের ঘোড়াপীর এলাকায় অপরিকল্পিতভাবে কোথাও নর্দমার ধারে , কোথাও সরকারি জমি জবরদখল করে একাধিক বাড়ি তৈরি হওয়ার বিষয়টি নজরে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন পুরপ্রধান। ওই সব বাড়ির প্ল্যান খতিয়ে দেখে পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও এ দিন হুঁশিয়ারি দেন তিনি।

advertisement

আরও পড়ুন : দাউদাউ করে জ্বলছে দোকান, ভেসে আসছে শিশুর কান্না! ঝাঁপিয়ে পরে যা করলেন পুলিশকর্মী মুহূর্তে ভাইরাল

ইংরেজবাজারের চাতরা বিল সংলগ্ন এলাকায় বিদ্যুৎ , রাস্তা , উন্নত নিকাশি ,ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে পরিকাঠামো উন্নয়নের কথাও এ দিন জানান পুরপ্রধান। শহরের ঘোড়াপীর এলাকায় দৈনিক বাজারের আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা করেন পুরপ্রধান। এলাকা পরিদর্শনে ছিলেন ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী এবং ২৮  নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেবক দেবশর্মা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
District News: পাল্টে যাচ্ছে মালদহ শহর! জলবন্দি দশা কাটাতে আমূল পাল্টে দেওয়া হচ্ছে এই ব্যাবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল