আরও পড়ুন : আরও বাড়বে বাস ভাড়া? আর্জি নিয়ে চিঠি বাস-মিনিবাস সমন্বয় সমিতির
এদিন প্রকল্প এলাকা পরিদর্শনের সময় ইংরেজবাজারের ঘোড়াপীর এলাকায় অপরিকল্পিতভাবে কোথাও নর্দমার ধারে , কোথাও সরকারি জমি জবরদখল করে একাধিক বাড়ি তৈরি হওয়ার বিষয়টি নজরে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন পুরপ্রধান। ওই সব বাড়ির প্ল্যান খতিয়ে দেখে পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও এ দিন হুঁশিয়ারি দেন তিনি।
advertisement
ইংরেজবাজারের চাতরা বিল সংলগ্ন এলাকায় বিদ্যুৎ , রাস্তা , উন্নত নিকাশি ,ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে পরিকাঠামো উন্নয়নের কথাও এ দিন জানান পুরপ্রধান। শহরের ঘোড়াপীর এলাকায় দৈনিক বাজারের আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা করেন পুরপ্রধান। এলাকা পরিদর্শনে ছিলেন ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী এবং ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ।
সেবক দেবশর্মা