TRENDING:

India Post: পোস্টাল ব্যাঙ্কিং থেকে সুকন্যা, ডাক সেবায় দারুণ সাফল্য! মালদহে ২৭ পোস্টমাস্টারের হাতে বিশেষ সম্মান

Last Updated:

Maldah India Post Fair: ডাক পরিষেবায় অসাধারণ কাজের জন্য পুরস্কৃত করা হল পোস্টমাস্টার ও ডাক কর্মীদের। মালদহ কলেজ অডিটরিয়ামে ডাক মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ জিএম মোমিন: বর্তমান প্রযুক্তির আধুনিক যুগেও প্রাচীন ঐতিহ্যবাহী ডাক পরিষেবা অব্যাহত। পরিষেবা একই ধরনের থাকলেও যুগের সঙ্গে বদলেছে পরিকাঠামো। একসময় দূর দূরান্তে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে একমাত্র মাধ্যম ছিল এই ডাক পরিষেবা। এবারে সেই ডাক পরিষেবায় অগ্রগতি আনতে অভিনব উদ্যোগ ভারতীয় ডাকের। এবারে ডাক পরিষেবার ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হল বিভিন্ন স্তরের পোস্টমাস্টার ও ডাক কর্মীদের।
advertisement

মালদহ কলেজ অডিটরিয়ামে একদিন ব্যাপী এক মেগা ডাক মেলার মধ্য দিয়ে বিভিন্ন বিভাগের ২৭ জন পোস্টমাস্টার ও ডাক কর্মীদের পুরস্কৃত করা হয়। জেলার বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত এলাকায় থাকা ভারতীয় ডাক পরিষেবার সুযোগ-সুবিধা কে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই সম্মান পেয়েছেন তাঁরা। ডাক পরিষেবার আধুনিক প্রযুক্তির ব্যবহারকে মানুষের কাছে পৌঁছে দিতে সারা বছরব্যাপী কাজ করে থাকেন ডাক কর্মীরা।

advertisement

আরও পড়ুন: দুধ ব্যবসায়ীকে ধাক্কা নীল বাতি লাগানো গাড়ির, টেনে নিয়ে গেল ৪০ ফুট! বাঁকুড়ার রাস্তায় ভয়াবহ দৃশ্য

সেইমত অসাধারণ কাজের জন্য এবারে ডাক কর্মীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান হিসেবে পুরস্কৃত করা হয়। পোস্টাল ব্যাংকিং, শেয়ার মার্কেট, সুকন্যা খাতা সহ ডাক পরিষেবার বিভিন্ন প্রকল্পে বছরের সেরা কাজের নিরিখে এই পুরস্কার তুলে দেওয়া হয়।  এই দিনের এই মেগা ডাক মেলার মধ্য দিয়ে ডাক কর্মীদের পুরষ্কৃত করেন উত্তরবঙ্গের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় ও মালদহ হেড পোস্ট অফিস সুপার উৎপল কুমার রায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রভাতের পাঠশালা’র হাত ধরে বদলে যাচ্ছে শালবনির শিশুদের ভবিষ্যৎ, জঙ্গলের মাঝে এক অন্য স্কুল
আরও দেখুন

উত্তরবঙ্গ পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় জানান, “ভাল পারফরমেন্সের জন্য জেলার বেশ কিছু পোস্ট অফিসের ব্রাঞ্চ ও পোস্টাল এজেন্টদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি ডাক পরিষেবার ক্ষেত্রে মালদহ জেলায় অগ্রগতি আনতে পোস্টমাস্টার ও ডাক কর্মীদের উৎসাহিত করার জন্য এই মেগা ডাক মেলার আয়োজন করা হয়েছে।” এই মেগা ডাক মেলায় একাধিক স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে ডাক পরিষেবার ক্ষেত্রে সচেতন করা হয়। ডাক পরিষেবার মাই স্ট্যাম্প, সুকন্যা খাতা, পেমেন্ট ব্যাঙ্ক, ডাক সেবা ২.০ মোবাইল অ্যাপ ব্যবহার ইত্যাদি বিভিন্ন রকম পরিষেবা তুলে ধরা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
India Post: পোস্টাল ব্যাঙ্কিং থেকে সুকন্যা, ডাক সেবায় দারুণ সাফল্য! মালদহে ২৭ পোস্টমাস্টারের হাতে বিশেষ সম্মান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল