Toto Regsitration: টোটো নিয়ে বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের, রেজিস্ট্রেশন না করা হলে সেই টোটোর কী হবে? জানিয়ে দেওয়া হল...

Last Updated:
Toto Regsitration : টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল পরিবহন দফতর। নির্দিষ্ট সময়ে অনেক চালক নথি না করায় সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। জলপাইগুড়িতে মাত্র ৭০০ টোটো রেজিস্ট্রেশন হওয়ায় পথে নেমে সচেতনতা চালান আরটিও সোনাম লেপচা।
1/6
জলপাইগুড়ি, সুরজিৎ দে : টোটোর দাপাদাপি রুখতে এবার পথে নামল প্রশাসন! রাস্তায় অনিয়ম রুখতে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে রাজ্য পরিবহন দফতর। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যেও অনেক টোটো চালক রেজিস্ট্রেশন করাননি, ফলে বাড়ানো হয়েছে সময়সীমা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে : টোটোর দাপাদাপি রুখতে এবার পথে নামল প্রশাসন! রাস্তায় অনিয়ম রুখতে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে রাজ্য পরিবহন দফতর। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যেও অনেক টোটো চালক রেজিস্ট্রেশন করাননি, ফলে বাড়ানো হয়েছে সময়সীমা।
advertisement
2/6
৩১ ডিসেম্বর পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করা যাবে। পরিবহন দফতর সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি জেলায় বর্তমানে শতাধিক টোটো চলাচল করলেও এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭০০ ই-রিকশার। সংখ্যার নিরিখে এটি অত্যন্ত কম বলেই মনে করছে প্রশাসন। টোটো চালকদের সচেতন করতে এবার পথে নামেন জলপাইগুড়ির আরটিও সোনাম লেপচা।
৩১ ডিসেম্বর পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করা যাবে। পরিবহন দফতর সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি জেলায় বর্তমানে শতাধিক টোটো চলাচল করলেও এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭০০ ই-রিকশার। সংখ্যার নিরিখে এটি অত্যন্ত কম বলেই মনে করছে প্রশাসন। টোটো চালকদের সচেতন করতে এবার পথে নামেন জলপাইগুড়ির আরটিও সোনাম লেপচা।
advertisement
3/6
ব্যস্ত চত্বর, স্ট্যান্ড এবং রুট ধরে দাঁড়িয়ে তিনি সরাসরি টোটো চালকদের সঙ্গে কথা বলেন। সরকারি নিয়ম না মানলে ভবিষ্যতে পথে নামা কঠিন হবে এই বার্তাই পৌঁছে দেন চালকদের কাছে। পরিবহন দফতর সূত্রে জানা গেছে, “যারা টোটো চালাচ্ছেন, তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। সরকার চাইছে তাঁদের গাড়িগুলো মোটর ভেহিকেল আইনের আওতায় আনতে। তাই রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স, ফিটনেস সব কিছু বাধ্যতামূলক। এতে চালকদেরই সুরক্ষা বাড়বে।”
ব্যস্ত চত্বর, স্ট্যান্ড এবং রুট ধরে দাঁড়িয়ে তিনি সরাসরি টোটো চালকদের সঙ্গে কথা বলেন। সরকারি নিয়ম না মানলে ভবিষ্যতে পথে নামা কঠিন হবে এই বার্তাই পৌঁছে দেন চালকদের কাছে। পরিবহন দফতর সূত্রে জানা গেছে, “যারা টোটো চালাচ্ছেন, তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। সরকার চাইছে তাঁদের গাড়িগুলো মোটর ভেহিকেল আইনের আওতায় আনতে। তাই রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স, ফিটনেস সব কিছু বাধ্যতামূলক। এতে চালকদেরই সুরক্ষা বাড়বে।”
advertisement
4/6
পরিবহন দফতর পরিষ্কার জানিয়েছে, রেজিস্ট্রেশন না করা টোটো রাস্তায় নামলে আইনগত সমস্যায় পড়তে হবে চালকদেরই। টোটোর দৌরাত্ম্য রোখা, দুর্ঘটনা কমানো, অপরাধমূলক কাজে টোটো ব্যবহৃত হলে দ্রুত চিহ্নিত করা এই সবের স্বার্থেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
পরিবহন দফতর পরিষ্কার জানিয়েছে, রেজিস্ট্রেশন না করা টোটো রাস্তায় নামলে আইনগত সমস্যায় পড়তে হবে চালকদেরই। টোটোর দৌরাত্ম্য রোখা, দুর্ঘটনা কমানো, অপরাধমূলক কাজে টোটো ব্যবহৃত হলে দ্রুত চিহ্নিত করা এই সবের স্বার্থেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
advertisement
5/6
অনেক চালকই জানান, কাগজপত্র নিয়ে দোটানা এবং আর্থিক সংকটের কারণে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেননি। তবে সময়সীমা বাড়ায় স্বস্তি মিলেছে।
অনেক চালকই জানান, কাগজপত্র নিয়ে দোটানা এবং আর্থিক সংকটের কারণে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেননি। তবে সময়সীমা বাড়ায় স্বস্তি মিলেছে।
advertisement
6/6
এখন দেখার, ডিসেম্বরের শেষ নাগাদ কতটা টোটো সরকারি নিয়মের আওতায় আসে। তবে প্রশাসনের একটাই বার্তা, “রেজিস্ট্রেশন করুন, নিশ্চিন্তে পথে নামুন।”
এখন দেখার, ডিসেম্বরের শেষ নাগাদ কতটা টোটো সরকারি নিয়মের আওতায় আসে। তবে প্রশাসনের একটাই বার্তা, “রেজিস্ট্রেশন করুন, নিশ্চিন্তে পথে নামুন।”
advertisement
advertisement
advertisement