সূত্রের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনা ঘটে বৈষ্ণবনগর থানার বীরনগর-১ পঞ্চায়েতের রাধানাথটোলা গ্রামে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন কালিয়াচকের মহকুমা পুলিশ আধিকারিক ফইজল রেজা এবং বৈষ্ণবনগর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: ভাল ফুলছে না, শক্ত হয়ে যাচ্ছে রুটি? ছোট্ট টোটকা মানলেই হবে ফুলকো, নরম, তুলতুলে! সেরা উপায় জেনে নিন
advertisement
জানা গিয়েছে, আজ বিকেলে বৈষ্ণবনগরের রাধানাথটোলা নিরঞ্জন দাসের বাড়িতে বসেছিল মদের আসর। নিরঞ্জন দাস নিজে মদ ব্যবসায়ী। লাইসেন্স ছাড়াই বাড়িতে মদের ব্যবসার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন: অবহেলা নয়, কিডনি ফেলিওয়ের আগে শরীরে দেখা যায় এই ৫ লক্ষণ! দেখলেই সতর্ক হন
সেখানেই প্রদীপ কর্মকার-সহ আরও অন্তত ছয়, সাতজন আজ মদের আসর বসায়। সেখানে নিমাই ঘোষ ও তার দলবল এসে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পর পরই নিমাই ঘোষকে আটক করেছে পুলিশ।