TRENDING:

জনতা কারফিউ এর রেশ ধরেই লকডাউন হল মালদহ

Last Updated:

বিকেল পাঁচটার পর থেকে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নেতৃত্বে হাত মাইক নিয়ে সর্তকতার প্রচার আর অত্যাবশ্যকীয় ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করে দেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : যেন কারফিউের থেকে এক বেলার ছাড়। সকাল থেকে দিনভর প্রয়োজনীয় কেনাকাটার হিড়িক। আর বিকেল পাঁচটা বাজতেই মূহূর্তে উধাও প্রায় সব লোকজন,যানবাহন। রাস্তায় শুধুই পুলিশ,সংবাদ মাধ্যম আর কিছু জরুরি পরিষেবার লোকজন। আচমকাই ব্যস্ত শহর হল স্তব্ধ,শুনশান। লকআউটে প্রথম থেকেই ব্যাপক সাড়া মালদহে। এরমধ্যে যে কয়েকজন শহরের রাস্তায় ঘোরাফেরা করছিলেন, অল্প যেসব দোকান বন্ধ করতে সময় নিচ্ছিলেন তাঁদের সর্তক করে লকডাউন সম্পন্ন করলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের কর্তারা।
advertisement

বিকেল পাঁচটার পর থেকে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নেতৃত্বে হাত মাইক নিয়ে সর্তকতার প্রচার আর অত্যাবশ্যকীয় ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করে দেওয়া হল। সামাজিক দুরত্ব তৈরী করতে যেমন সাড়া দিলেন সচেতন মানুষ তেমনই দায়িত্বশীল ভূমিকা নিল মালদা পুলিশও।  লকডাউন কি জিনিস তার ধারনা নেই শহরবাসীর। তবে রবিবারের জনতা কারফিউ এর অভিঞ্জতা টাটকা। সাধারন মানুষ রবিবারই জেনে যান মাত্র এক বেলা ছাড়ের পর শুরু হবে লকডাউন।

advertisement

তাই এদিন সকাল থেকে ত‍ৎপর ছিল মালদহবাসী। যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় খাবার,আনাজ কেনাকাটা করে সন্ধ্যার আগেই দরজা বন্ধ হল প্রায় সব ঘরবাড়ির। শহরের যা সাড়া তাতে স্পষ্ট খুব জরুরি না হলে আগামী কয়েকদিন গৃহবন্দী হয়েই কাটাবেন তাঁরা।

advertisement

তবে এরমধ্যেও দৈনন্দিন সবজি বাজার থেকে মুদিখানার সামগ্রী কিংবা মাছ,মাংস কতটা যোগান মিলবে তা নিয়ে জল্পনাও রয়েছে। পুলিশ জানিয়েছে, লকডাউন শুরু হয়ে যাওয়ায় আগামী কয়েকদিন যাতে জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের না হন সেদিকে নজর রাখা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sebak DebSarma

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জনতা কারফিউ এর রেশ ধরেই লকডাউন হল মালদহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল