TRENDING:

এবার করোনার শিকার ২ বছরের শিশু! সর্দি, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হতেই ধরা পড়ল COVID! রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ঠিক কত? জানুন

Last Updated:

আবার‌ও চোখ রাঙ্গাচ্ছে করোনা। এবারে কোভিড আক্রান্তের হদিশ মিলল মালদহে। দুই বছরের এক শিশুর শরীরে ধরা মিলল করোনা পজেটিভ। সেই শিশু পিঠে ব্যথা নিয়ে ভর্তি হয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে জ্বর, সর্দি হওয়ায় তার লালারস পরীক্ষা করতেই ধরা পড়ে করোনা পজিটিভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদা: এবারে করোনার হদিস মিলল মালদহ জেলায়। দুই বছরের এক শিশুর শরীরে ধরা মিলল করোনা ভাইরাস। মালদহের ইংরেজবাজার ব্লকের এক দুই বছরের শিশুর শরীরে ধরা পড়ে করোনা পজেটিভ। শনিবার জ্বর, সর্দি কাশি ও পিঠে চট পেয়ে দুই বছরের এক শিশু ভর্তি হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিনই রাতে ওই শিশুর লালারস পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজেটিভ আসে ওই শিশুর।
করোনা আক্রান্তের হদিস মালদহ জেলায়
করোনা আক্রান্তের হদিস মালদহ জেলায়
advertisement

এরপর সেই শিশুকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পিকু ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে শিশুটি। শিশুটি বুকে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে সর্দি এবং জ্বর হ‌ওয়া‌য় তার লালারস পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ আসায় তাকে হাসপাতালের পিকু ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে।

advertisement

বর্ষার আগেই বৃষ্টির ‘ট্রেলার’! ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত, আগামী ৪৮ ঘণ্টায় তুমুল দুর্যোগ…! ঝড়-জলে কাঁপবে কোন কোন জেলা?

ট্রেনে যাচ্ছিলেন বৃদ্ধ, TT টিকিট চাইলে বললেন, ‘আমার বয়সটাই তো…’, কিন্তু হাতে যা দেখালেন, স্তম্ভিত গোটা কোচ!

তিনি আরও বলেন, “এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি। তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। এটা একটি দুর্ঘটনা বসত আমরা ধরতে পেরেছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।”

advertisement

উল্লেখ্য এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০১০ জন। রাজ্যে সেই সংখ্যা প্রায় ১২ জন। এরই মধ্যে নতুন করে মালদায় করোনার সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

জিএম মোমিন।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এবার করোনার শিকার ২ বছরের শিশু! সর্দি, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হতেই ধরা পড়ল COVID! রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ঠিক কত? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল