এরপর সেই শিশুকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পিকু ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে শিশুটি। শিশুটি বুকে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে সর্দি এবং জ্বর হওয়ায় তার লালারস পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ আসায় তাকে হাসপাতালের পিকু ওয়ার্ডে রাখার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
তিনি আরও বলেন, “এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি। তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। এটা একটি দুর্ঘটনা বসত আমরা ধরতে পেরেছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।”
উল্লেখ্য এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০১০ জন। রাজ্যে সেই সংখ্যা প্রায় ১২ জন। এরই মধ্যে নতুন করে মালদায় করোনার সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষ।
জিএম মোমিন।