তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে গতকালই তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়৷ মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন৷
advertisement
আরও পড়ুন: ৭ লক্ষ টাকা খরচ করে শিশুকন্যা দত্তক! বিপাকে লেক টাউনের দম্পতি, গ্রেফতার করল পুলিশ
তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে এই নিয়ে সাত জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে দুজন বিহারের। তিনজন ইংরেজবাজারের। আরও দুই অভিযুক্ত এখনও পলাতক।
যদিও গতকাল পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ বলেন, ‘আমরা একই এলাকার বাসিন্দা। তবে, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নই। আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হতে পারে। আমরা পুলিশকে সবরকম ভাবে সহযোগিতা করছি।’
উল্লেখ্য, ২০২২ সালে পুরসভা ভোটে নরেন্দ্রনাথ তিওয়ারির শিবির এবং দুলাল সরকারের শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছিল। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ গোষ্ঠীর উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। পাশাপাশি, পুরসভা নির্বাচনে ইংরেজবাজারের ২১ নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীর পরাজয় ও বিজেপির জয়ে দুলাল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশের অনুমান, এই সূত্রেই দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতেও পারে তারা। তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।