Child adoption racket: ৭ লক্ষ টাকা খরচ করে শিশুকন্যা দত্তক! বিপাকে লেক টাউনের দম্পতি, গ্রেফতার করল পুলিশ

Last Updated:

ওই দম্পতির কাছ থেকে একটি দু মাসের কন্যাসন্তানকেও উদ্ধার করেছে সিআইডি৷ ওই শিশুটিকেই দত্তক নেন তাঁরা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: শিশু পাচার চক্রের সূত্র ধরে এবার এক দম্পতিকে গ্রেফতার করল সিআইডি৷ মঙ্গলবার যশোর রোডের লেক টাউন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের নাম বিজয় সান্থালিয়া এবং তাঁর স্ত্রী নেহা৷
প্রায় ৭ লক্ষ টাকা দিয়ে ওই দম্পতি একটি কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন বলে খবর৷ যদিও আইনি পথে নিয়ম মেনে দত্তক না নিয়ে শিশু পাচার চক্রের খপ্পরে পড়েন ওই দম্পতি৷
ওই দম্পতির কাছ থেকে একটি দু মাসের কন্যাসন্তানকেও উদ্ধার করেছে সিআইডি৷ ওই শিশুটিকেই দত্তক নেন তাঁরা৷ ধৃত দু জনকে মঙ্গলবার হাওড়া আদালতে করবে নাকি?
advertisement
advertisement
সূত্রের খবর, ওই শিশুকন্যাটিকে সম্ভবত বিহার থেকে এনেও ওই দম্পতির হাতে দেওয়া হয়৷ শিশু পাচারারের তদন্তে নেমে প্রথম মানিক নামে এক দালালকে গ্রেফতার করে পুলিশ৷ এই মানিক এবং তার স্ত্রী মুকুলই সম্ভবত লেক টাউনের ওই দম্পতির হাতে শিশুটিকে তুলে দেয়৷ নিয়ম বহির্ভূত ভাবে আর কেউ এই চক্রের থেকে শিশু দত্তক নিয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Child adoption racket: ৭ লক্ষ টাকা খরচ করে শিশুকন্যা দত্তক! বিপাকে লেক টাউনের দম্পতি, গ্রেফতার করল পুলিশ
Next Article
advertisement
Kranti Goud: বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
  • বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়

  • মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে

  • বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত

VIEW MORE
advertisement
advertisement