দিন কয়েক আগেই মালদহের হরিশচন্দ্রপুরের পুলিশ আবাসনে বিষাক্ত সাপ দেখতে পাওয়ার ঘটনায় হইচই পরে গিয়েছিল। এই ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার পুলিশ ফাঁড়িতেও সাপের আনাগোনা।
বৃহস্পতিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা ফাঁড়িতে আচমকাই বিষাক্ত গোখরো সাপ দেখতে পান পুলিশকর্মীরা। প্রথমে স্থানীয়ভাবে সাপ ধরায় পারদর্শী লোকজনের খোঁজ শুরু হয়। কিন্তু , এলাকায় এমন কারও হদিশ পাওয়া যায়নি। সাপ ধরার কাজে যে ক্যাচার ব্যবহার করা হয় , তেমন জিনিসও পাওয়া যায়নি তুলসীহাটা বা হরিশ্চন্দ্রপুরে কারো কাছে। শেষপর্যন্ত , পুলিশ কর্মীরা দ্রুত খবর দেন আদিনা বন বিভাগে। বন কর্মীরা ফাঁড়িতে গিয়ে বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে সাপটিকে ধরে ফেলেন। এরপর খানিকটা স্বস্তি ফেরে পুলিশের মধ্যে। ধীরে ধীরে স্বাভাবিক হয় ফাঁড়ির কাজকর্ম। তবে , শুধুমাত্র পুলিশ কর্মীরা নন। নানা কাজে পুলিশ ফাঁড়িতে বেশ কিছু মানুষজনের মধ্যেও এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।
advertisement
আরও পড়ুন: বিজয় দেবেরাকোন্ডা বিবাহিত? পাত্রী তবে কে? জাহ্নবীর মন্তব্য়ে শোরগোল বলিপাড়ায়
আরও পড়ুন: তান্ত্রিক হওয়ার বাসনা, 7 বছরের শিশুকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত হরিয়ানার বাসিন্দা, অবশেষে পুলিশের জালে
ভবিষ্যতে একই ধরনের ঘটনা এড়াতে পুলিশ ফাঁড়িতে গোখরো ধরতে যেভাবে সমস্যায় পড়তে হয়েছে পুলিশকর্মীদের, তাতে সাধারণ মানুষের বাড়িতে বা লোকালয়ে আচমকা সাপ দেখা দিলে কিভাবে তা পাকড়াও করা সম্ভব হবে? তা নিয়ে অনেকেই উদ্যোগ প্রকাশ করেছেন। তুলসীহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা বলেন, "এলাকায় সাপ ধরার কোনওরকম ক্যাচার নেই। বিষয়টি যথেষ্ট চিন্তার। পাশের চত্বর পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের তরফে।"