বিজয় দেবেরাকোন্ডা বিবাহিত? পাত্রী তবে কে? জাহ্নবীর মন্তব্য়ে শোরগোল বলিপাড়ায়

Last Updated:

Vijay Deverakonda : দক্ষিণের অভিনেতা বিজয় 'আংশিক বিবাহিত'। জাহ্নবী মন্তব্য়ের ব্য়ক্ষা করেছেন পরবর্তীতে

#মুম্বই: জাহ্নবী কাপুরের আসন্ন ছবি মিলি। প্রচারের সময় একাধিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তাঁকে। এই উত্তর দিতে গিয়েই ঘটে গেল বিপত্তি। বলে বসলেন অদ্ভুত কিছু মন্তব্য়। তিনি বলেন দক্ষিণের অভিনেতা বিজয় 'আংশিক বিবাহিত'।
জাহ্নবী মন্তব্য়ের ব্য়ক্ষা করেছেন পরবর্তীতে। কেন তিনি পুষ্পা: দ্য রাইজ খ্যাত অভিনেতাকে বিবাহিত বলেছেন? অভিনেতা রশ্মিকা মান্দানাকে ডেট করছেন বলে গুজব রয়েছে, তিনি "আংশিকভাবে বিবাহিত" ছিলেন। জাহ্নবীর বিবৃতিতে ভক্তদের মধ্য়ে উন্মাদনা তৈরি হয়, কারণ কয়েকদিন আগে দুজনের মধ্যে একটি গুরুতর সম্পর্কে আবদ্ধ ছিল বলে ধারণা করেছিলেন ভক্তরা। ভক্তরাও আনন্দিত কারণ এই মাসের শুরুতে, বিজয় এবং রশ্মিকা সমুদ্র সৈকত ছুটিতে কাটাচ্ছিলেন। মালদ্বীপে একসঙ্গে ছবি দেখা গিয়েছিল জুটির।
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি এক জাতীয় প্রতিবেদনে জাহ্নবী জানিয়েছেন তাঁর স্বয়ম্বরে নাম থাকবে না বিজয়ের। সেই তালিকায় আদিত্য় রায় কাপুরের নাম থাকতে পারে। অপর এক প্রতিবেদনে জাহ্নবী জানিয়েছেন, "কাউকে ডেট করছি না, এক মুহূর্তের জন্য়ও না।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিজয় দেবেরাকোন্ডা বিবাহিত? পাত্রী তবে কে? জাহ্নবীর মন্তব্য়ে শোরগোল বলিপাড়ায়
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement