TRENDING:

Malda News: রাতভর দুষ্কৃতী তাণ্ডবে লন্ডভন্ড মালদহের স্কুল, উধাও নগদ টাকা, প্রচুর নথিপত্র, কম্পিউটার, গ্যাস সিলিন্ডার

Last Updated:

Malda News: মালদহের বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের। তদন্ত শুরু পুলিশের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ : মালদহের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব। সরকারি প্রাথমিক স্কুলে ঢুকে প্রচুর টাকা, কম্পিউটার, প্রিন্টার, গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে উধাও দুষ্কৃতীরা। চুরি হয়ে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। মালদহের বৈষ্ণবনগরের ১৬ মাইলের পাঞ্চুটোলা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের ঢুকে চক্ষু চড়ক গাছ কর্তৃপক্ষের। মালদহের বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের। তদন্ত শুরু পুলিশের।
মালদহের বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের
মালদহের বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের
advertisement

প্রাথমিক তদন্তে অনুমান, দুষ্কৃতীরা প্রথমে স্কুলের সদর দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর অফিস ঘর, মিড ডে মিলের ঘর, প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙে। আলমারির লকার ভেঙে উধাও নগদ প্রায় ২০ হাজার টাকা। আরও কয়েকটি আলমারি ভেঙে নথিপত্র লন্ডভন্ড বা উধাও করা হয়েছে। কম্পিউটার, প্রিন্টার মেশিন তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মিড ডে মিলের ঘরে ঢুকে সেখান থেকে নেওয়া হয়েছে গ্যাস ভর্তি সিলিন্ডার।

advertisement

স্কুলে দুষ্কৃতী তাণ্ডবের এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে, দুষ্কৃতীরা শুধুমাত্র চুরির উদ্দেশ্যে স্কুলে ঢুকেছিল নাকি কোনও নথিপত্র হাতিয়ে নেওয়া, খোঁজা বা লোপাট করা উদ্দেশ্য ছিল ?

আরও পড়ুন :  পাটকাঠি দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন শিলিগুড়ির এই যুবক

আপাতত এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। চুরির ধরন দেখে অনেকেই মনে করছেন, শুধুমাত্র চুরি করা দুষ্কৃতীদের একমাত্র উদ্দেশ্য নাও হতে পারে। তাছাড়া কোন আলমারিতে, কোন লকারে নগদ টাকা রয়েছে দুষ্কৃতীরা সেসব হদিশ পেল কিভাবে টানেও প্রশ্ন দানা বেঁধেছে।

advertisement

তবে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ নিশ্চিত দুষ্কৃতীরা অনেকটা সময়় কাটিয়েছে স্কুলের ভিতরে। রীতিমতো সময় হাতে নিয়ে স্কুলে লুঠপাট ও তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতীদের সঙ্গে কোনওরকম যানবাহনও থাকতে পারে। কারণ চুরি করা সামগ্রী শুধুমাত্র হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার পেছনে স্থানীয় কোনওরকম যোগাযোগের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।

advertisement

আরও পড়ুন :  উপকারিতা অঢেল, এই বিক্রেতার হাতে মাখা আনারস খেতে রোজ উপচে পড়ে ভিড়

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে প্রথমে চুরির ঘটনা জানা যায়। স্কুলে এসে বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের আর্জি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: রাতভর দুষ্কৃতী তাণ্ডবে লন্ডভন্ড মালদহের স্কুল, উধাও নগদ টাকা, প্রচুর নথিপত্র, কম্পিউটার, গ্যাস সিলিন্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল