Siliguri News: পাটকাঠি দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন শিলিগুড়ির এই যুবক

Last Updated:

Siliguri News: ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন মিঠুন মণ্ডল। ছবি আঁকার সঙ্গে সঙ্গেই নতুন কিছু বানানোর তাগিদ তাঁর বরাবরই ছিল সেই থেকেই পাটকাঠি দিয়ে দেব দেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন বিধাননগরের এই যুবক।

+
পাটকাঠি

পাটকাঠি দিয়ে দেব দেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন বিধান নগরের এই যুবক

অনির্বাণ রায়, শিলিগুড়ি: ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালবাসেন মিঠুন মণ্ডল। ছবি আঁকার সঙ্গে সঙ্গেই নতুন কিছু বানানোর তাগিদ তাঁর বরাবরই ছিল। সেই থেকেই পাটকাঠি দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন বিধাননগরের এই যুবক। ২০ বছর ধরে ছবি আঁকছেন তিনি। চিত্রশিল্পী হিসেবে তাঁর নাম রয়েছে। কিন্তু শখ, নানা রকমের নতুন জিনিস বানানোর। ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করার শখ ছোটবেলা থেকেই ছিল। তারপর লোহা লক্কর পাতা দিয়ে সে অনেক কিছু বানিয়েছে। সেই থেকেই পাটকাঠি দিয়ে বানিয়ে ফেললেন দুর্গা মূর্তি। তা দেখতেই ভিড় শহরের মানুষের।
শিলিগুড়ি শিল্পী হাটে হস্তশিল্প মেলা শুরু হয়েছে, সেই মেলায় অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিঠুনের পাটকাঠি দিয়ে তৈরি দুর্গা। দাম রেখেছেন মাত্র সাত হাজার টাকা। একইসঙ্গে জগন্নাথের মূর্তি, সরস্বতীর মূর্তি, মা কালীর মূর্তি বানিয়ে ফেলেছেন পাটকাঠি দিয়ে। দেশলাই কাঠি দিয়েও তিনি ছোট্ট দুর্গা বানিয়েছে। মেলায় ঘুরতে আসা ভ্রমণার্থীরা বার বার তার এই দোকান ঘুরে যাচ্ছেন। এত নিখুঁত কাজ না দেখলে বিশ্বাস করা যায় না। এই প্রথমবার হস্তশিল্প মেলায় এসেছেন মিঠুন। মিঠুনের কাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন সকলে।
advertisement
আরও পড়ুন :  দৈর্ঘ্য ৭ ইঞ্চি, ওজন ৬৫০ গ্রাম, ডুয়ার্সে বেড়াতে এই চমচম খেতে ভুলবেন না, জানুন কোন দোকান
শিল্পী মিঠুন মন্ডল জানান, "আমি এই প্রথমবার এই মেলায় এসেছি। আমার কাজ লোকে দেখুক, লোকে একটু জানুক-এই জন্যই আমার এই মেলায় আসা। এখনো পর্যন্ত ভীষণ ভাল রেসপন্স রয়েছে। এই সমস্ত জিনিসগুলির মূল্য ১০০০ থেকে শুরু করে ৭ হাজার পর্যন্ত রয়েছে। মেলায় ঘুরতে আসা কণা চন্দ্র জানান,  "পাটকাঠি দিয়ে দুর্গা এত ভাবাই যায় না।এত নিখুঁত কাজ শিল্পীদের সত্যিই অবাক করে দেওয়ার মতো। তবে নিখুঁত কাজের মূল্য কি তাঁরা আদৌ পাচ্ছে! শিল্পীদের দিকটা সকলের একটু ভাবা উচিত।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পাটকাঠি দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন শিলিগুড়ির এই যুবক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement