মালদহ তৃণমূলের 'নিষ্ক্রিয়' অঞ্চল সভাপতি, চেয়ারম্যান আর নেতৃত্বদের ছেঁটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন মালদহ জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের আগেই তাঁদের ছেঁটে ফেলা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
দলের উত্তর মালদহ ব্লক ও অঞ্চল তৃণমূলের সভামঞ্চ থেকে দলের নিষ্ক্রিয় নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন জেলা সভাপতি। কোনও অঞ্চল কমিটির সভাপতি, চেয়ারম্যান সক্রিয় ভূমিকা পালন না করলে তাঁদের অবিলম্বে ছেঁটে ফেলা হবে বলে ঘোষণা করলেন তিনি। এমনকি, ব্লক কমিটির সভাপতিদের কাছ থেকে নিষ্ক্রিয় নেতাদের তালিকাও চাওয়া হয়েছে বলে খবর। আর নিষ্ক্রিয় নেতাদের সেই তালিকা হাতে এলেই তালিকা ধরে ধরে বাদ দেওয়া হবে পুরনোদের। তার বদলে নেতৃত্বে নতুনদের আনার বার্তা তৃণমূল নেতার।
advertisement
আরও পড়়ুন: সরস্বতী পুজোয় হাতেখড়ি হয়েছিল, এবার শুরু রাজ্যপালের বাংলা শেখার ক্লাস
রাজনৈতিক মহলের মতে, মালদহের দলীয় কর্মিসভা থেকে 'নিষ্ক্রিয়'দের কথা বলে আদতে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই কড়া বার্তা দিতে চেয়েছেন জেলা তৃণমূল সভাপতি। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসেবে মালদহের মালতীপুর বিধানসভার সামসীতে তৃণমূলের উত্তর মালদহের সাতটি ব্লক ও অঞ্চলের নেতাদের নিয়ে দলীয় সভা ডাকা হয় এদিন। সেখানে উত্তর মালদহের সাতটি সাংগঠনিক জেলা এবং ৬৭ টি সাংগঠনিক অঞ্চল কমিটির নেতৃত্বও উপস্থিত ছিলেন। হাজির ছিলেন অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা আরও কয়েকশো তৃণমূল নেতা। এই সভা থেকেই জেলা তৃণমূল সভাপতি বলেন, "বস্তায় দু-একটি পচা আলু থেকে গেলে সেই পচা আলু অর্ধেক বস্তা আলুকে পচিয়ে দেয়। তাই, এঁদের নিয়ে মায়া করা যাবে না। দলের কাজ না করলে, চেয়ার ছেড়ে দিতে হবে। ছেঁটে ফেলার কাজ পঞ্চায়েত ভোটের আগেই করা হবে।"
এদিকে তৃণমূল জেলা সভাপতির এই হুঁশিয়ারি ঘিরে হইচই পড়ে যায় মালদহ জেলার রাজনীতিতে। তৃণমূল সভাপতির বক্তব্যকে কটাক্ষ করেছে বিরোধী বিজেপি ও কংগ্রেস। বিজেপির মালদহ উত্তর সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত এ প্রসঙ্গে বলেন, "প্রয়োজন ফুরোলে তৃণমূল তাদের নেতাদের ছুঁড়ে ফেলে দেয়। আসলে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে জেলাজুড়ে। আর এজন্যই বিক্ষুব্ধদের ছেঁটে ফেলতে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সভাপতি।" চাঁচোল-১ ব্লক কংগ্রেস সভাপতি আনজারুল হক বলেন, "পঞ্চায়েত ভোটের আগে ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের অন্দরে গোলমাল বেঁধেছে। টাকার ভাগ জেলা পর্যায়ে পৌঁছচ্ছে না। আর এজন্যই অঞ্চল নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।"
সেবক দেবশর্মা