দীপান্বিতা অমাবস্যায় অথাৎ কালী পূজোর পরের দিন কালী দৌড় প্রচলিত প্রথা মালতীপুরে। কিন্তু , কেন এমন অভিনব কালী দৌড় ? আদতে কালী দৌড় এক ধরনের প্রতিযোগিতা। মালদহের মালতিপুরে অনুষ্ঠিত আটটি কালীপুজো অংশ নেয় এই কালী দৌড়ে। কোন পুজোর উদ্যোক্তারা নিজেদের কালী নিয়ে কত দ্রুত ছুটে যেতে পারছেন, দৌড় চলার সময় কোন কালী প্রতিমা একেবারে অক্ষত থাকছে , কোন কালীর উদ্যোক্তারা কত সমর্থন পাচ্ছেন - এমন নানা বিষয় নিয়েই অদৃশ্য প্রতিযোগিতা।
advertisement
আরও পড়ুন: স্ত্রীর 'প্রেমিক'কে বাড়িতে ডাকল স্বামী, তারপরই ভয়ঙ্কর কাণ্ড! গোটা ঘরজুড়ে শুধু রক্ত আর রক্ত
আরও পড়ুন: নৈনিতাল ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, কারা আবেদনের যোগ্য? জানুন
প্রচলিত কাহিনী হলো , যেই প্রতিমা দৌড়ে নজর কাড়ত সেই প্রতিমাই সবচেয়ে আগে বিসর্জন দেওয়ার ব্যবস্থা হত রাজ আমলে। এবারও মঙ্গলবার রাতে মালদহের মালতিপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কালী দৌড়। যার মধ্যে অংশ নেন বুড়ি কালী , চুনকা কালী , বাজার পাড়া কালী , আমকালী, হান্টা কালী, শ্যামা কালী , হাট কালী প্রভৃতি ।মালতীপুরের দুর্গা মন্দির প্রাঙ্গনে বিশাল মাঠে বেশি রাত পর্যন্ত চলে এই কালী দৌড় । দীর্ঘক্ষণ কালী দৌড়ের আনন্দ উপভোগ করেন উপস্থিত মানুষজন । এরপর অনুষ্ঠিত হয় স্থানীয় পুকুরে বিসর্জন পর্ব । তবে ঐতিহ্য নিয়ে খুশী হলেও দেদার বাজী পটকার ব্যবহার নিয়ে প্রশ্ম ওঠে কালী দৌড়ে।