ধৃত যুবক কালিয়াচক থানার দুইশতবিঘির মানিকতলা এলাকার বাসিন্দা। তবে পুলিশের অভিযানের সময় অসীম মন্ডল নামে আরও এক যুবক পালিয়ে যায় । পলাতক অসীম মন্ডল বৈষ্ণবনগর থানার শুকদেবপুরের বাসিন্দা। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ । জালনোট-সহ ধৃত যুবক লোচনকে আজ মালদা আদালতের তোলে পুলিশ । আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে ।
advertisement
এদিকে জালনোট-সহ ধৃত যুবক লোচন মণ্ডলের দাবি, পলাতক অসীম মণ্ডলের কাছ থেকে জাল নোট পেয়েছিল সে । পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জালনোট পাচার সংক্রান্ত আরও তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।সূ ত্রের খবর, এদিন যে জাল নোটগুলি উদ্ধার হয়েছে তার গুণমান যথেষ্ট ভাল ৷ খালি চোখে দেখে সাধারণ মানুষের পক্ষে সহজে ওই জাল নোট চেনা কঠিন। নোটবন্দির ফলে জাল নোট পাচার চক্র যে পুনরায় সংঘটিত হয়েছে এদিনের ঘটনার পর তা আরও স্পষ্ট হয়েছে। আর এতেই চিন্তিত পুলিশ ও বিভিন্ন তদন্তকারী সংস্থা। কারণ সংগঠিত কারবার না হলে এমন গুণমানের জাল নোট তৈরি করা সম্ভব নয়। এই অবস্থায় জাল নোট কারবারের সম্পর্কে তথ্য পেয়ে সাপ্লাই লাইন কাটার চিন্তা করছে পুলিশ । জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন, তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ । অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।