TRENDING:

Malda News: লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার মালদহে ! পুলিশের জালে পাচারকারি

Last Updated:

নোটবন্দির পর কোথা থেকে আসছে এত জাল নোট? চলছে তদন্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা,মালদহ: ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার মালদহে। তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য এক অভিযুক্ত পলাতক । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ । মহদীপুর ব্রিজের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় লোচন মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার থেকে উদ্ধার হয় পাঁচশো টাকার নোটের ছয়টি বান্ডিল ।
advertisement

আরও পড়ুন– ক্রিকেটেই হয়তো গড়তেন কেরিয়ার, কিন্তু আচমকাই বদলে গেল সবটা; অনুপ্রেরণা জোগাবে এই আইপিএস অফিসারের সাফল্যের কাহিনি

ধৃত যুবক কালিয়াচক থানার দুইশতবিঘির মানিকতলা এলাকার বাসিন্দা। তবে পুলিশের অভিযানের সময় অসীম মন্ডল নামে আরও এক যুবক পালিয়ে যায় । পলাতক অসীম মন্ডল বৈষ্ণবনগর থানার শুকদেবপুরের বাসিন্দা। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ । জালনোট-সহ ধৃত যুবক লোচনকে আজ মালদা আদালতের তোলে পুলিশ । আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে ।

advertisement

আরও পড়ুন-‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’ জ্বরে কাবু ইনস্টাগ্রাম; এই ভাইরাল ট্রেন্ডের স্রষ্টার সঙ্গে করে নিন পরিচয়

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এদিকে জালনোট-সহ ধৃত যুবক লোচন মণ্ডলের দাবি, পলাতক অসীম মণ্ডলের কাছ থেকে জাল নোট পেয়েছিল সে । পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জালনোট পাচার সংক্রান্ত আরও  তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।সূ ত্রের খবর, এদিন যে জাল নোটগুলি উদ্ধার হয়েছে তার গুণমান যথেষ্ট ভাল ৷ খালি চোখে দেখে সাধারণ মানুষের পক্ষে সহজে ওই জাল নোট চেনা কঠিন। নোটবন্দির ফলে জাল নোট পাচার চক্র যে পুনরায় সংঘটিত হয়েছে এদিনের ঘটনার পর তা আরও স্পষ্ট হয়েছে। আর এতেই চিন্তিত পুলিশ ও বিভিন্ন তদন্তকারী সংস্থা। কারণ সংগঠিত কারবার না হলে এমন গুণমানের জাল নোট তৈরি করা সম্ভব নয়। এই অবস্থায় জাল নোট কারবারের সম্পর্কে তথ্য পেয়ে সাপ্লাই লাইন কাটার চিন্তা করছে পুলিশ । জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন, তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ । অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার মালদহে ! পুলিশের জালে পাচারকারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল