TRENDING:

Malda Medical College: সরকারি হাসপাতালে দালাল চক্রের মাথাচাড়া

Last Updated:

Malda Medical College: জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের সুযোগে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শ্রেণির দালাল চক্র ব্যাপক হারে মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজের মাতৃমা ভবনে দালাল চক্রের বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। সেই সুযোগে হাসপাতাল চত্বরে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে দাদাল চক্র। এই দাদাল চক্রের ফাঁদে পড়ে রোগীদের নিয়ে ব্যয়বহুল বেসরকারি নার্সিংহোমে যাচ্ছেন পরিজনরা।
advertisement

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমনই চিত্র ধড়া পড়েছে। এক্ষেত্রে রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধ। তাই তাঁরা প্রসূতিদের অন্যত্র নিয়ে যাচ্ছেন। যদিও মেডিকেল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। রোগীর আত্মীয় কাঞ্চন চৌধুরী বলেন, গর্ভবতী মেয়েকে হাসপাতলে নিয়ে এসেছিলাম, কিন্তু নার্সরা জানান চিকিৎসক নেই। এই অবস্থায় আমাদের মত গরিব মানুষ কোথায় যাব।

advertisement

আরও পড়ুন: রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করছেন মহিলারাই!

এদিকে রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি রেখে আন্দোলন চলছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল তার ব্যতিক্রম নয়। জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের সুযোগে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শ্রেণির দালাল চক্র ব্যাপক হারে মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজের মাতৃমা ভবনে দালাল চক্রের বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। দালাল চক্রের খপ্পরে পড়ে বহু সাধারণ মানুষ প্রসূতিদের নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করছে।

advertisement

এই বিষয়ে মালদহ মেডিকেল কলেজের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। যদি কেউ কোন‌ও অভিযোগ করে, বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Medical College: সরকারি হাসপাতালে দালাল চক্রের মাথাচাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল