এদিকে বয়স থেমে থাকেনি। এখন পরিস্থিতি এমনই যে সরকারি চাকরির আবেদনের জন্য হাতে রয়েছে মাত্র একটা বছর। সরকারি চাকরির আশা পূর্ণ না হওয়ায় শেষে ট্রাই সাইকেলে ‘মুখ্যমন্ত্রীর দুয়ারে’ পৌঁছতে মরিয়া মালদহের বৈষ্ণবনগরের মন্ডাই গ্রামের নিখিল। নিজের নবান্ন অভিযানে সঙ্গী হিসেবে পেয়েছেন একসময়ের ‘ক্লাসমেট’ বন্ধু আনিসুর রহমানকে।
আরও পড়ুন: মাঝ আকাশে দাম্পত্য কলহ উঠল তুঙ্গে! ব্যাঙ্ককগামী বিমান নামতে বাধ্য হল দিল্লিতে, তারপর…
advertisement
গত ২৭ নভেম্বর বৈষ্ণবনগর থেকে নবান্ন অভিযান শুরু হয়েছে নিখিলের। ট্রাই সাইকেলের মাথায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফ্লেক্স এঁটেছেন নিখিল। যাতে লেখা হয়েছে চাকরির আবেদন। ট্রাই সাইকেলের মাথায় উড়ছে ভারতের জাতীয় পতাকা। নিখিল জানিয়েছেন, বেঁচে থাকার জন্য তাঁর সম্বল বলতে রেশন সামগ্রী আর সরকারি ভাতার টাকা। বাড়িতে তিনি ছাড়াও রয়েছেন তাঁর বিধবা বোন। আগেও দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার চেষ্টা করেছেন। সেই চেষ্টা সফল হয়নি। চাকরির বয়স শেষ হয়ে যাওয়ার আগে নিজের দাবি নিয়ে আরও একবার পৌঁছতে চান ‘মুখ্যমন্ত্রী দুয়ারে’। দেখা পেলে সহৃদয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাঁর রোজগারের একটা ব্যবস্থা করে দেবেন।
এমনটাই আশায় বুক বেঁধেছেন বছর ৪৪-এর নিখিল। মালদহ থেকে বাসে বা ট্রেনে চেপে পৌঁছতে চান কলকাতায় এরপর ট্রাই সাইকেল নবান্নে। বন্ধুর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চান সহযাত্রী মহম্মদ আনিসুর রহমানও। কলকাতা যাওয়ার আগে মালদহে সংবাদমাধ্যমের কাছে নিজেদের নবান্ন অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিখিল ও আনিসুর।