২৮ জানুয়ারি সংবাদপত্র দিবস। এই দিনটিকে সামনে রেখেই গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা নিজের বাড়িতে বিশেষ প্রদর্শনের আয়োজন করেছেন। তিন দিনব্যাপী তিনি নিজের বাড়ির সংগ্রহশালায় এই সমস্ত সংবাদপত্রগুলি সাজিয়ে গুছিয়ে রেখেছেন। অনেকেই আসছেন তাঁর সংগ্রহশালায় সংবাদপত্র দেখার তাগিদে। বিগত কয়েক বছর ধরেই মালদহের গ্রন্থাগারিক সুবীরবাবু এই সংবাদপত্র সংগ্রহের কাজ শুরু করেছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলা, অসমিয়া, কাশ্মীরি, তামিল তেলুগু-সহ ভারতীয় বিভিন্ন ভাষার সংবাদপত্র গুলি সংগ্রহ করছেন। বিভিন্ন ছোট ছোট শহরের স্থানীয় ক্ষুদ্র সংবাদপত্র গুলিও তিনি সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছেন।
advertisement
দেশের সমস্ত সংবাদপত্রগুলিকে যেন একত্রিতভাবে লিপিবদ্ধ করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি। গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা বলেন, আমার উদ্দেশ্য সংবাদপত্রের বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রায় প্রতিটি ভাষার দৈনিক সাপ্তাহিক সংবাদপত্রগুলি সংগ্রহ করছি। তিন দিনব্যাপী বাড়িতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি।
আরও পড়ুন : চালের গুঁড়োর মিষ্টিই প্রধান উপকরণ, আজও গ্রামীণ বধূরা পালন করেন প্রাচীন দোল্লা ব্রত
এখন পর্যন্ত তাঁর সংগ্রহশালায় প্রায় ৭০০ সংবাদপত্র রয়েছে। তিনি চান অন্যান্যরাও এমন সংগ্রহে আগ্রহ প্রকাশ করুক। সকলের মধ্যে এমন প্রবণতা দেখা দিলে দেশের সংস্কৃতি ঐতিহ্য লিপিবদ্ধ করা সহজ হবে। সংবাদপত্রের গুরুত্ব সকলের কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। সমাজ সংস্কার থেকে দেশের স্বাধীনতা প্রতিটি ক্ষেত্রেই সংবাদপত্রের যে গুরুত্ব রয়েছে তা সকলের মধ্যে এমন সংগ্রহের মধ্যেই ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তিনি।