এ দিকে, অ্যাক্সিডেন্টাল ফায়ারিং বা অসাধনতাবশত গুলি চলার সম্ভবনাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার ঠিক আগে প্রার্থীর বসে থাকার ছবি, আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে উপস্থিত সকলকে চিহ্নিত করে দফায় দফায় জেরা শুরু হয়েছে। তবে কোনও একটি নয়, আপাতত সব সম্ভাবনা খোলা রেখেই তদন্ত করা হচ্ছে বলেই দাবি পুলিশের।
advertisement
এ দিকে রবিবার রাতের ঘটনার পর সোমবার দুপুরে ওই ঘটনায় মালদহ থানায় অভিযোগ দায়ের করে বিজেপি প্রার্থীর পরিবার। অভিযোগপত্রে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি। তবে কয়েকজন অচেনা লোক সেই সময় পার্টি অফিসের বাইরেই ছিলেন। আর প্রার্থী তাঁদের নাম জিঞ্জাসা করতেই গুলি চালানো হয় বলে অভিযোগ পত্রে দাবি পরিবারের। ঘটনার সময় আশেপাশে তৃনমূলের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ছিল বলেও দাবি করেছে প্রার্থীর পরিবার। এ দিন আহত দলীয় প্রার্থীর সঙ্গে দেখা করেন, বিজেপি নেতা সায়ন্তন বসু। পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত দোষীদের বের করুক বলে দাবি করেন সায়ন্তন।
Sebak DebSarma