ভাতের জবাবে চা। বলাই যায়। এই তো সেদিন। নকশালবাড়ি থেকে বুথ চলো আন্দোলন শুরু করার আগে মাহালি দম্পতির বাড়ির দাওয়ায় বসে পাত পেড়ে ভাত খেলেন বিজেপি সভাপতি । সঙ্গে দিলীপ ঘোষ-সহ বিজেপির শীর্ষনেতারা । সপ্তাহ কাটতেই সব ঘুরে গেল। তৃণমূলে যোগ দিলেন গীতা ও রাজু মাহালি। এবার সেই একই দাওয়ায় বসে জমিয়ে চা খেলেন মন্ত্রী গৌতম দেব। মাঝের কটাদিন রাজনৈতিক তর্জায় শিরোনামেই ছিলেন আদিবাসী এই দম্পতি।
advertisement
মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন ওই দম্পতি ৷ বিজেপি সম৪থক ও ক৪মীরা অভিযোগ জানান যে অপহরণ করা হয়েছে ওই দম্পতিকে ৷ অভিযোগের আঙুল উঠে তৃণমূলের দিকে ৷ বুধবার নকশালবাড়ির দলীয় কার্যালয় মাহালি দম্পতির হাতে দলের পতাকা তুলে দেন গৌতম দেব। তারপর গীতা-রাজুর বাড়িতে বসে চা চক্র।
অপহরণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তারা ৷ গীতা জানান, ‘তৃণমূলে যোগ দিয়ে ভালো লাগছে ৷ এর আগে আমি কোনও দলে ছিলাম না ৷ এর আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না ৷ মঙ্গলবার সারা রাত আমার দাদার বাড়িতে ছিলান ৷ আমাদের উপর কোনও চাপ নেই ৷ স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি ৷’
অন্যদিকে রাজু মাহালি জানিয়েছেন, ‘আমাদের উপর কোনও চাপ সৃষ্টি করা হয়নি ৷ আমার খুব ভালো লাগছে ৷’ অমিত শাহ তাদের বাড়িতে খেয়ে খুব খুশি হেয়ছিলেন ৷ এই বিষয়ে জিজ্ঞাসা করাতে তিনি আও জানান কেবল অমিত শাহ নয়, ‘যে আসবেন তাকেই খাওয়াব ৷ সবাই আসলে সবাই খুশি হবে ৷’