ভাতের জবাবে চা। বলাই যায়। এই তো সেদিন। নকশালবাড়ি থেকে বুথ চলো আন্দোলন শুরু করার আগে মাহালি দম্পতির বাড়ির দাওয়ায় বসে পাত পেড়ে ভাত খেলেন বিজেপি সভাপতি । সঙ্গে দিলীপ ঘোষ-সহ বিজেপির শীর্ষনেতারা । সপ্তাহ কাটতেই সব ঘুরে গেল। তৃণমূলে যোগ দিলেন গীতা ও রাজু মাহালি। এবার সেই একই দাওয়ায় বসে জমিয়ে চা খেলেন মন্ত্রী গৌতম দেব। মাঝের কটাদিন রাজনৈতিক তর্জায় শিরোনামেই ছিলেন আদিবাসী এই দম্পতি।
advertisement
৩০ মে নকশালবাড়ির কোটিয়াজোতে সভা করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷ ২রা এপ্রিল মঙ্গলবার সকাল থেকে উধাও গীতা ও রাজু। খোঁজ মিলছিল না তাঁদের দুই সন্তানেরও। তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি।
প্রথমে মিসিং ডায়েরি। পরে এফআইআর করেন নকশালবাড়ির বিজেপি ব্লক সভাপতি দিলীপ বাড়ুই। প্রথমে পুলিশ এফআইআর নিতে চায়নি বলে অভিযোগ। রাত দেড়টা পর্যন্ত থানায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী, সমর্থকরা। পরে এফআইআর নিলেও, রিসিভ কপি দেয়নি।
৩রা এপ্রিল নকশালবাড়ির দলীয় কার্যালয় মাহালি দম্পতির হাতে দলের পতাকা তুলে দেন গৌতম দেব। তারপর গীতা-রাজুর বাড়িতে চা চক্র।
চাপে নয়। স্বেচ্ছায় এসেছেন তৃণমূলে। দাবি মাহালি দম্পতির।রাজনৈতিক চাপান উতোর চলছেই। তার মধ্যেই পঞ্চাশ বছরের বর্ষপূর্তিতে মাহালি দম্পতির হাত ধরে ফের সংবাদ শিরোনামে উঠে এল নকশালবাড়ি।
‘মাহালিরা সাধারণ একটি পরিবার ৷ অমিতজিকে ভালোবেসে খাইয়েছিলেন ৷ গতকাল তৃণমূল ওদের অপহরণ করে ৷ ভয় দেখিয়ে দলে যোগ দিতে বাধ্য করে ৷ মাহালি পরিবারের মন বিজেপিতেই আছে’, প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সিনহার ৷ ঘটনার প্রতিবাদে এদিন মিছিল করবে বিজেপি কর্মী সমর্থকরা ৷