TRENDING:

Madhyamik 2023: হাসপাতালই পরীক্ষাকেন্দ্র, সদ্যোজাত সন্তানকে পাশে নিয়ে মাধ্যমিক দিল ছাত্রী

Last Updated:

Madhyamik 2023: মাধ্যমিক পরীক্ষার্থীর প্রচেষ্টাকে কুর্নিশ চিকিৎসকদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ : সন্তান জন্মের ৫ দিনের ব্যবধানে মাধ্যমিক পরীক্ষায় প্রসূতি মা। তাঁর জন্য বিশেষ ব্যবস্থা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তদারকিতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মাধ্যমিক পরীক্ষার্থী শিরিন সুলতানা বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রামের বাসিন্দা । বছর দেড়েক আগে গ্রামেরই এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। গত শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই পুত্র সন্তানের জন্ম দেন।
মাধ্যমিক পরীক্ষার্থী শিরিন সুলতানা বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রামের বাসিন্দা
মাধ্যমিক পরীক্ষার্থী শিরিন সুলতানা বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রামের বাসিন্দা
advertisement

ওই পরীক্ষার্থী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এমনটা নয়। বরং স্বাভাবিক চলাফেরা করতে যথেষ্ট সমস্যা রয়েছে। একনাগাড়ে বেশিক্ষণ বসে থাকাও তাঁর পক্ষে কষ্টকর। কিন্তু, এর পরও অদম্য মানসিকতায় হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মাধ্যমিক পরীক্ষায় বসার ইচ্ছের কথা জানান শিরিন । এর পরই মালদা মেডিকেল কলেজে তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসক, পরীক্ষক ও নিরাপত্তাকর্মীদের নজরদারির মধ্যেই সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা পর্ব ।

advertisement

আরও পড়ুন :  হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, হাতির হামলা আটকাতে ৮ দফা গাইডলাইন নবান্নের

তবে শুধু শিরিন নন, মালদা মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে মাদ্রাসা পরীক্ষা দিচ্ছে আরও এক ছাত্রী-সাহারাবানু খাতুন। মালদহের মানিকচকের বালুটোলার বাসিন্দা সাহারাবানু। চার মাস আগে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় দিন কয়েক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন সাহারাবানু। মালদা মেডিকেল কলেজেই শিরিনের মতোই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় বসেছে সাহারাবানু। তাঁদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন :  জেলায় জেলায় শুরু মাইকিং! তৎপরতা তুঙ্গে! হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে বড় সিদ্ধান্ত রাজ্য বন দফতরের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় আজ তাঁদের পরীক্ষার ব্যবস্থা খতিয়ে দেখেন। তিনি বলেন, " দুই ছাত্রীই হাসপাতালে বসেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। হাসপাতালেই পরীক্ষা দিচ্ছেন। শারীরিক সমস্যার মধ্যেও পড়ার প্রতি তাঁদের আগ্রহ উদাহরণস্বরূপ। মানসিকভাবে লেখাপড়ার প্রতি উৎসাহী না হলে এমনটা করা সম্ভব নয়। তাঁদের প্রচেষ্টা সত্যিই কুর্নিশ যোগ্য।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik 2023: হাসপাতালই পরীক্ষাকেন্দ্র, সদ্যোজাত সন্তানকে পাশে নিয়ে মাধ্যমিক দিল ছাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল