অভিযোগ, বাংলাদেশ সীমান্তে পাচারের জন্য ১৫ টি ম্যাকাও পাখি নিয়ে রওনা হয়েছিল চোরাচালানকারীরা ৷ বিএসএফ তাদের আটক করে উদ্ধার করে ম্যাকাওদের । তাদেরই আপাতত ঠিকানা কোচবিহারের রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্র।
আরও পড়ুন : কোচবিহারে বসেছে রাজস্থানের আকর্ষণীয় মূর্তির সম্ভার,দেখুন ছবি
রসিকবিলের এনক্লোজারে নতুন অতিথিরা বেশ প্রাণবন্ত । সমবেত তারস্বরে কলতানে সকাল থেকে সন্ধ্যা সরগরম রসিকবিলের বনাঞ্চল । তবে এই অত্যধিক গরমে যাতে দক্ষিণ আমেরিকার এই বড় প্রজাতির রঙিন পাখিদের অস্বস্তি না বাড়ে, তাই নানা পদক্ষেপ করতে শুরু করেছে বনদপ্তর।
advertisement
আরও পড়ুন : সংসারে চপশিল্পের প্রভাব নিয়ে গবেষণা ছাত্রীর, সমালোচনার উত্তর দিলেন অধ্যাপকরাও
ম্যাকাওদের জন্য কী কী উদ্যোগ বন দফতরের
১) ম্যাকাওদের এনক্লোজারের উপরে ত্রিপলের ছাউনি দেওয়া হয়েছে
২) এনক্লোজারের মেঝেতে মাটি দিয়ে ঘন ঘন ভিজিয়ে রাখা হচ্ছে
৩) ম্যাকাওদের খাবারের আপেল এবং কলার পরিমাণ বেশি থাকছে
৪) ডায়েটে ঘন ঘন পরিবর্তন করা হচ্ছে৷
( Prabir Kundu)