পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ
আরও পড়ুন- আরও সাত দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বাড়বে গরম, উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া !
নির্বাচনের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজু বিস্তা ৷ তিনি জানিয়েছেন, ‘‘সাম্প্রতিক অতীতে, বিষ্ণু প্রসাদ শর্মা (বি পি বাজগাইন) বিভিন্ন অসদুপায়ে ক্রমাগত এলাকার ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি একনাগাড়ে আমার সম্মানহানি করে, বিভ্রান্তিকর একাধিক তথ্য পেশ করে এবং ভিত্তিহীন অপমানজনক বক্তব্য উপস্থাপন করে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা করছেন। এটি একটি অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ষড়যন্ত্র, যার উদ্দেশ্য শুধুমাত্র আমার সুনাম কালিমালিপ্ত করা এবং ভোটারদের বিভ্রান্ত করা। তাই আমি বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করব, আর আমি নির্বাচন কমিশনকেও চিঠি লিখেছি এই বিষয়টি যথাযথভাবে বিবেচনা করতে এবং বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।
advertisement
আমি স্পষ্টভাবে বলছি, আমি কখনই দার্জিলিং এবং কালিম্পং জেলা অথবা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA), অথবা ভারতবর্ষের কোথাও তথাকথিত ‘জল জীবন মিশন (JJM) প্ল্যানিং অ্যান্ড মনিটারিং’ সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম না। উপরন্তু, আমি সুস্পষ্টভাবে বলছি যে, M/S সূর্য ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে আমার কোনও যোগাযোগ, সম্পর্ক বা লেনদেন নেই। আমি আবারও বলছি যে M/S সূর্য ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির, সূর্য রোশনি লিমিটেডের সাথে কোনভাবেই যুক্ত নয় যার জন্য আমি কাজ করি। আমার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ করে বিষ্ণুপ্রসাদ শর্মা ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চাইছেন, এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও নষ্ট করতে চাইছেন। তিনি একই সাথে আমার অসম্মান ও মানহানি করেছেন।তাই আমি বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। আর আমি বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে ১০ কোটি টাকার ফৌজদারি মানহানির মামলাও করব।’’
গোটা বিষয়টি নিয়ে অবশ্য রাজনৈতিক ভাবে খুশি তৃণমূল কংগ্রেস শিবির ৷ অনীত থাপা অবশ্য বলছেন, ‘‘ওদের দলের মধ্যেকার কলহ প্রকাশ্যে চলে এসেছে ৷ ’’