Panjika: পঞ্জিকা ২৫ এপ্রিল: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:

Aaj Ka Panchang 25 April 2024 By Chirag Daruwalla: দেখে নেওয়া যাক ২৫ এপ্রিলের পঞ্চাঙ্গ সম্পর্কে কী বলছেন তিনি। তাঁর কাছ থেকেই জেনে নেওয়া যাক তিথি-নক্ষত্র, শুভ ও অশুভ মুহূর্ত ইত্যাদি।

পঞ্জিকা ২৫ এপ্রিল: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
পঞ্জিকা ২৫ এপ্রিল: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। দেখে নেওয়া যাক ২৫ এপ্রিলের পঞ্চাঙ্গ সম্পর্কে কী বলছেন তিনি। তাঁর কাছ থেকেই জেনে নেওয়া যাক তিথি-নক্ষত্র, শুভ ও অশুভ মুহূর্ত ইত্যাদি।
তিথি: কৃষ্ণা দ্বিতীয়া
নক্ষত্র: বিশাখা
advertisement
করণ: তৈতিল
পক্ষ: কৃষ্ণপক্ষ
যোগ: ২৬ এপ্রিল ভোর ৪.৪১.০৮ পর্যন্ত ব্যাতিপাত
বার: বৃহস্পতিবার
সূর্য এবং চন্দ্র গণনা:
advertisement
সূর্যোদয়: ভোর ৫.৩১.৩৭
সূর্যাস্ত: সন্ধ্যা ৬.৩৩.০৫
চন্দ্রোদয়: সন্ধ্যা ৭.৫৮.৩০
চন্দ্রাস্ত: সকাল ৬.০৪.৩১
চান্দ্র রাশি: তুলা
ঋতু: বসন্ত
হিন্দু মাস এবং বছর:
advertisement
শক সম্বত: ১৯৪৬
বিক্রম সম্বত: ২০৮১
মাস অমান্ত: চৈত্র
মাস পূর্ণিমান্ত: চৈত্র
অশুভ মুহূর্ত:
রাহু কাল: দুপুর ০১.৪০.০০৩ থেকে দুপুর ০৩.১৭.৪৪
যমগণ্ড: ভোর ৫.৩১.৩৭ থেকে সকাল ০৭.০৯.১৯
গুলিকা কাল: সকাল ০৮.৪৬.৪৯ থেকে সকাল ১০.২৪.৪০
advertisement
শুভ মুহূর্ত:
অভিজিৎ: সকাল ১১.৩৬.০০ থেকে দুপুর ১২.২৮.০০
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panjika: পঞ্জিকা ২৫ এপ্রিল: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement