২০২১ এর বিধানসভা ভোটে বাড়িতে গিয়ে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া প্রথম চালু হয়েছিল। এই প্রথা মেনেই অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে শতবর্ষ পার করা ঝালন বেওয়ার ঘরের মধ্যে প্লাইউড দিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়। উল্লেখ্য, করণদিঘি বিধানসভায় ৮০ ঊর্ধ্ব ও ভোটকেন্দ্রে যেতে অক্ষম ভোটারের সংখ্যা ২২১ জন। করণদিঘি, রায়গঞ্জ, চাকুলিয়া, ইসলামপুর, গোয়ালপোখর, হেমতাবাদ, কালিয়াগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আরও এমন বহু ভোটার রয়েছেন। তাঁদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
আরও পড়ুন: সকাল ৭ টা’তেই ভোটের লাইনে তরুণ বাম প্রার্থী
এদিকে প্রথমবার বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি বৃদ্ধা ঝালন বেওয়ার। তিনি বলেন, অনেকটা বয়স হয়ে যাওয়ায় বেশিরভাগ সময়ই বিছানায় শুয়ে ও লাঠি হাতে চলাফেরা করে কেটে যায়। তাই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ক্ষমতা নেই। বাড়িতে বসে ভোট দিতে পেরে ভাল লাগছে। এদিকে বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় তিনি জাতীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
পিয়া গুপ্তা