আরও পড়ুনঃ চলছে ভোট গণনা! বাংলায় কে কটা আসনে এগিয়ে? কী বলছে লেটেস্ট ট্রেন্ড? দেখুন শেষ মুহূর্তের আপডেট
রাজু বিস্তা বলেন, ‘গণনা চলছে । এখনও পর্যন্ত ৪ রাউন্ড গণনা হয়েছে। দার্জিলিংয়ের মানুষের জয় হবে। অন্যায়ের উপর ন্যায়ের জয় হবে। এটা নিশ্চিত।’ পাশাপাশি গোটা দেশেও ভাল ফল করবে আশাবাদী তিনি। রাজু বিস্তার সঙ্গে এদিন ছিলেন জিএনএলএফের সভাপতি মন ঘিসিং, বিধায়ক নিরোজ জিম্বা। তিনি আরও বলেন, সমগ্রভাবে দেখতে হলে পাহাড়ের মানুষের জয় হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তবে দিনের শেষে ভোটগণনার পর এই কেন্দ্রে জনতা কাকে বসাবেন, তা জানা যাবে ৷
advertisement
উল্লেখ্য, গত ২০১৯ লোকসভা নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা ৷ এবার তাঁর লক্ষ্য ৪ লক্ষ ভোটে জয়ী হওয়ার ৷ বিজেপি এবার পাহাড়ের আঞ্চলিক দল জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ আরও চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছে ৷ তবে এবার ওই আসনে ত্রিমুখী লড়াই বেশ প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
অনির্বাণ রায়