আরও পড়ুন: ভোটকেন্দ্রেও থিমের ছোঁয়া! গোলাপি রঙে জমজমাট জেলার ৩০ টি বুথ
বক্সা পাহাড়ের ভোট গ্রহণ কেন্দ্রে এই ওয়াটার প্রুফ ব্যাগে করে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় মেশিন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিসিআরে এই ব্যাগ দেখতে অন্যান্য ভোট কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। এই বিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানান, উত্তরাখণ্ডের নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে এই ব্যাগের হদিস পান। তারপরই এটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: নীলদর্পণ স্মৃতিতে থাকলেও হারিয়ে যাচ্ছে দীনবন্ধু মিত্রের ভিটে
মূলত বক্সা পাহাড়ের বুথগুলিতে দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের ‘ওয়াটার প্রুফ ব্যাগ’ সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে। তার মধ্যে আছে স্যাটেলাইট ফোন’ও। আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বক্সা পাহাড়ের তিনটি বুথে এই সকল সামগ্রী এবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে পায়ে হেঁটে ভোট কর্মীদের পৌঁছতে হয় বক্সা পাহাড়ের ভোট কেন্দ্রগুলিতে। পাহাড়ে ওঠার সময় যাতে বৃষ্টিতে বা কোনও অঘটনে ইভিএমের ক্ষতি না হয় তাই এমন বিশেষ ব্যবস্থা। সেখানকার ১১/২৩৩, ১১/২৩৪, ১১/২৩৫ এই তিনটি বুথের জন্যই দেওয়া হয়েছে এই বিশেষ ধরনের ব্যাগ ও স্যাটেলাইট ফোন।
অনন্যা দে