আরও পড়ুনঃ মাত্র ১০ টাকা খরচ করে তৈরি হবে সুস্বাদু বিকেলের স্ন্যাকস! বাড়িতেই বানিয়ে ফেলুন
জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া যখন কর্মী, সমর্থকদের নিয়ে রোড শো করছিলেন, সেই সময় তাঁর হয়ে প্রচার করেন এলাকার মহিলা কর্মীর। মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের কথা স্মরণ করিয়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘এবার সত্যকে জয়যুক্ত করতে মসজিদ ও মন্দির দু’জায়গাতেই আমি প্রার্থনা করেছি, আশীর্বাদ চেয়েছি। তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। মদনমোহন মন্দিরে পৌঁছনোর আগে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যাতে মানুষ এবার উন্নয়নের পক্ষে রায় দেন।’’ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, ‘‘কোচবিহারের মানুষ এখানে বিজেপির গুন্ডারাজের অবসান চান। তাঁরা সেই শান্তি ও উন্নয়ন চান, বিদায়ী সাংসদ নিজেই যার অন্তরায়! কিন্তু, আজকের এই বিপুল জনসমাগম প্রমাণ করছে যে বিজেপির অত্যাচার থেকে মুক্তি পেতে মানুষ কতটা দৃঢ়প্রতিজ্ঞ! গত পাঁচবছর ধরে বিজেপি সাংসদের অস্ত্র ও গোলাবারুদের রাজনীতির বিরুদ্ধে এবার গর্জন তুলেছেন জনতা।’’
advertisement
বিজেপি শিবির অবশ্য পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে। কোচবিহার লোকসভা আসন ২০১৯ সাল থেকেই রাজনৈতিকভাবে নজরে। ২০২১ সালেও একাধিক আসনে জোরদার লড়াই হয়। এবার লোকসভায় নজরে সেই কোচবিহার আসন৷