পরিবারের দাবি, কেউ বা কারা প্রিয়াংশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেছে। চাঞ্চল্যকর ঘটনাটি পতিরামের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া আখিরার ঘটনা। অনেক খোঁজাখুঁজি করেও যখন ছেলের খোঁজ মেলেনি তখন পরিবারের সদস্যরা পতিরাম থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন।
জগদীপ ধনখড়ের মতো ‘ভুল’ আর করবে না বিজেপি! উপরাষ্ট্রপতি নির্বাচনে এর পর কী প্ল্যান NDA-র?
advertisement
ডিপ ফ্রিজে জমছে বরফের পাহাড়? ডিফ্রস্ট না করেই বর্ষায় ফ্রিজারে করুন ৮ জিনিস গলে জল হবে বরফ!
সূত্রের খবর, প্রিয়াংশুর বাবা সঞ্জয় সরকার পেশায় ট্রাকচালক এবং মা কৃষ্ণা সরকার বিড়ি বাঁধেন। আখিরা শিশুশিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ওই পড়ুয়া এদিন তাঁর মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে পাড়ার দোকানে যায় চিপস কিনতে। তার পর থেকেই খোঁজ মেলেনি ওই শিশুর। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপকভাবে ছেলেধরা আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে গাড়িতে চেপে এক যুবক এসে প্রিয়াংশুকে কোলে নিয়ে তাঁর হাতে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে পরিচয় দিয়েছিল প্রিয়াংশুর বাবার বন্ধু হিসেবে। তবে নিখোঁজ বালক ওই যুবককে চিনতে পারেনি। স্থানীয়দের আশঙ্কা, অপরিচিত ওই যুবক অপহরণ করে নিয়ে যেতে পারে ক্ষুদে প্রিয়াংশুকে। ঘটনার তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী