জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের বাতাবারি চা বাগানের স্টাফ লাইন এলাকার ঘটনা। জানা যাচ্ছে, স্টাফ লাইনের শাহিদ আলমের বাড়ির গোয়াল ঘরে মঙ্গলবার রাত প্রায় ৩টে নাগাদ একটি লেপার্ড ঢোকে। শিকার করে নিয়ে যায় ছাগল। পোষ্যের চিৎকারে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। কিছুক্ষণ পর বাড়ির বাইরে বেরিয়ে এসে তারা দেখেন, ছাগলটি চা বাগানের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘাড়ের কাছে খোবলানো।
advertisement
এলাকার একটি কুকুরকেও গুরুতরভাবে জখম করেছে শিকারি লেপার্ড। বাসিন্দাদের অনুমান, ওই এলাকায় চা বাগানের মধ্যেই আশ্রয় নিয়ে রয়েছে লেপার্ডটি। এর আগেও ওই এলাকায় এই রকমের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি লেপার্ডকে খাঁচাবন্দিও করেছে বন দফতর। তবে লোকালয়ে হাতি, চিতা, বাঘ, লেপার্ডের হানা যেন নিত্য ঘটনা। খাবারের খোঁজে প্রায়ই বন্যপ্রাণীরা ঢুকে পড়ে বসতি এলাকায়। যার ফলে তটস্থ থাকতে হয় বাসিন্দাদের।
মঙ্গলবার রাতের ঘটনার পর সমগ্র এলাকায় লেপার্ড আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শিকারি পশুটিকে ধরতে বন দফতরের কাছে ওই এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
