গতকাল সন্ধ্যায় বড়দিঘি চা বাগান নিবাসী পেশায় ক্ষৌরকার সঞ্জয় ঠাকুর নিজের বাইকে করে বাতাবাড়ি ফার্ম বাজারে আসছিলেন। ধীর গতিতেই বাইক চলছিল। সেই সময় চা বাগানের রাস্তায় হঠাৎ একটি বড় লেপার্ড বেরিয়ে তাঁর চলন্ত বাইকের উপর হামলা চালায়। লেপার্ডের হামলা বুঝতে পেরেও সঞ্জয় সাহস নিয়ে বাইক চালাতে থাকেন। চলন্ত অবস্থাতেই তিনি বাঁ পা দিয়ে লেপার্ডটিকে লাথি মারেন। এরপর সেই লেপার্ডটি ফের চা বাগানে পালিয়ে যায়। যদিও লাথি মারার সময় সে সঞ্জয়ের বাঁ পায়ে থাবা বসিয়ে দেয়।
advertisement
ওই অবস্থাতেই সঞ্জয় বাতাবাড়ি ফার্ম বাজারে আসলে পেশায় শিক্ষক পারসরাম মাহালি তাঁকে তাঁর বাইকে করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য সঞ্জয়কে ছেড়ে দেওয়া হয়েছে। পরে বাগানের অ্যাম্বুল্যান্স তাঁকে তাঁর বাড়ি পৌঁছে দেয়।
আহত সঞ্জয় জানান, হঠাৎ করেই লেপার্ডটি আমার চলন্ত বাইকের উপর হামলা চালায়। চলন্ত বাইক থেকেই লাথি মারার পর সে আবার চা বাগানে চলে যায়। এতদিন বাগানের রাস্তায় যাতায়াত করলেও কোনও দিন এমন ঘটনার সম্মুখীন হইনি। এই ঘটনায় সমগ্র চা বাগানে আতঙ্ক তৈরি হয়েছে।
